বিক্রম ব্যানার্জী: চোট যন্ত্রণা কাটিয়ে রঞ্জির পর বিজয় হাজারে ট্রফির ম্যাচে পা রাখার কথা ছিল হার্দিকের। সেই মতো ভারতীয় তারকার আগমনে বাংলা দলের(Bengal) বিরুদ্ধে শনিবার আক্রমণ শানাতে নামে বরোদার(Baroda) ছেলেরা। তবে পান্ডিয়া ভাইদের জয়ের পথে কাঁটা ছড়িয়ে ম্যাচ পকেটে পুরেছে সুদীপের দল। অনুষ্টুপ মজুমদারের অনবদ্য পারফরম্যান্স বাংলাকে জয়ের পথ দেখিয়েছে সহজেই। অন্যদিকে 3 সংখ্যার বড় লক্ষ্য তৈরি করেও পরাজয় যন্ত্রনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে হার্দিক-ক্রুনালদের।
শনিবার বিজয় হাজারে ট্রফির ই-গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় বাংলা ও বরোদার ছেলেরা। খেলায় যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে একথা আগেই বুঝিয়ে দিয়েছিলেন দুই পক্ষই।এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলা দলের অধিনায়ক সুদীপ ঘরামি। কাজেই অগত্যা ব্যাট হাতে মাঠে নামতে হয় পান্ডিয়া ভাইদের। তবে দলের হয়ে দুজনের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। দুই ভারতীয় তারকার এহেন গলদঘর্ম অবস্থা দেখে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল বরোদার বাকিদের।
তবে ওপেনিং করতে নেমে বাংলার বোলারদের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন শাশ্বত রওয়াত। এদিন এই তরুণ ব্যাটারের ব্যাট থেকে 111 বলে 95 রানের বড় ইনিংস উপহার পেয়েছিল পান্ডিয়ার দল। এদিকে দীর্ঘক্ষণ মাঠে টিকে থাকার চেষ্টা করলেও 28 বলে 31 রানে করেই ফিরতি পথ দেখতে হয় বাংলার প্রতিপক্ষ দলের আরেক ওপেনার নিনাদ রথবাকে। প্রথমার্ধ শেষ করে বাংলার ছেলেদের 229 রানের বড় লক্ষ্য দেয় বরোদা। আর সেই গন্তব্য ব্যাট হাতে নেমে খুব সহজেই সুনিশ্চিত করে ফেলে ঘরামির দল। পান্ডিয়াদের তৈরি লক্ষ্যের জবাবে মাত্র 43 ওভারে 7 উইকেট হাতে রেখে খেলা শেষ করে তাঁরা।
উল্লেখ্য, শনিবার বাংলার হয়ে অনুষ্টুপ মজুমদারের পাশাপাশি 80 বলে 69 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সুমন্ত গুপ্তও। এই দুই ব্যাটারের কাঁধে চেপেই অসাধ্য সাধন করেছে বাংলা। ব্যাট হাতে জ্বলে ওঠা বাংলা দল কব্জির জোর দেখাতেও পিছু পা হয়নি। এদিন বাংলার ছেলেদের বলের ঘাই একের পর এক উইকেট ভেঙেছে বরোদা বাহিনীর। বলা বাহুল্য, পান্ডিয়াদের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে 10 ওভারে মাত্র 25 রান দিয়ে 3টি উইকেট তুলে নেন প্রদীপ্ত প্রামানিক। সেই সাথে 7 ওভার খরচ করে 43 রানে 3 উইকেট ভেঙেছেন বাংলার ছেলে সায়ন ঘোষও। এছাড়াও মুকেশ কুমার 2টি ও কৌশিক মাইতি 1টি উইকেট নিয়ে দলের গুরু দায়িত্ব পালন করেছেন।