Bangladeshi Cricketer: বিয়ের সাড়ে 5 বছর পর বাবা হওয়ার সুখবর পেলেন প্রাক্তন ধোনি সতীর্থ

Last Updated:

বিক্রম ব্যানার্জী: বিয়ে হয়েছিল সাড়ে 5 বছর আগের এক রঙিন দিনে। তারপর যা হয়, আত্মীয়-স্বজনদের কাছে বারবার শুনতে হয়েছে পরিবারে নতুন সদস্য কবে আসবে? বাবা হওয়ার ইচ্ছেতে বুক বেঁধেছিলেন তিনিও। শেষ পর্যন্ত 2024 সালের অন্তিম প্রান্তে এসে খুশির খবর দিলেন চেন্নাইয়ে ধোনির প্রাক্তন সতীর্থ তথা বাংলাদেশের ধুরন্ধর বোলার(Bangladeshi Cricketer) মোস্তাফিজুর রহমান। আজ, বুধবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মোস্তাফিজুর ঘরনী সামিয়া পারভীন শিমু।

দীর্ঘ বছর পেরিয়ে বাবা হওয়ার খবর নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন স্বয়ং মোস্তাফিজুর। বর্তমানে স্ত্রী সামিয়া পারভীন এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন বলেও জানিয়েছেন পদ্মা পাড়ের খেলোয়াড়। সমাজ মাধ্যমে খুশির খবর দিয়ে সকলের কাছে পুত্র সন্তানের জন্য দোয়া চেয়েছেন টাইগার পেসার। ফেসবুক পোস্টে মুস্তাফিজুর লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আজ আমাদের ঘরে আশীর্বাদ হয়ে একটি পুত্র সন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছে। ওদের জন্য প্রার্থনা করবেন।’

প্রসঙ্গত, 2019 সালে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশি তারকা মমোস্তাফিজুর। বিয়ের পর থেকে স্ত্রী এবং পরিবার নিয়ে সুখের সংসার উপভোগ করছিলেন খেলোয়াড়। এবার সেই পরিবারে নতুন সদস্যের আগমন আরও বেশি খুশির আমেজ নিয়ে আসবে, এ কথা বলাই যায়।

আরও পড়ুন: ‘পার্থ চট্টোপাধ্যায় একজন দুর্নীতিবাজ’, শুনানির শেষ দিনে বিস্ফোরক সুপ্রিম কোর্টের বিচারপতি