Bangladesh Women’s Football Team: নেপালের বিরুদ্ধে সাফ জিতেই দেড় কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: নেপালের বিরুদ্ধে 2-1 ব্যবধানে 2024 সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশের মহিলা ফুটবল দল(Bangladesh Women’s Football Team)। যার ফলস্বরূপ অসংখ্য শুভেচ্ছা বার্তা ও সাফ ট্রফি কাঁধে তুলেছে তারা। এবার সেই প্রাপ্তির ঝুলিতে দেড় কোটি টাকা আর্থিক পুরস্কার ঢালবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্তটি সিলমোহর পেয়েছে। সেই সাথে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকাপাকিভাবে সেই কথা জানিয়েছেন।

গত 26 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ নির্বাচন অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। আর সেখানেই প্রথম সভার আলোচনা তালিকায় জায়গা করে নিয়েছিল দেশের মেয়েদের সাফ জয়। ফেডারেশন মিডিয়া কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘দেশের মেয়েদের সাফল্যে তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুরস্কার হিসেবে দেড় কোটি টাকা পাবেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের লড়াকুরা।’ যদিও সংবর্ধনা অনুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি এখনও পর্যন্ত ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়নি।

আশা করা হচ্ছে, খুব শীঘ্রই পদ্মা পাড়ের দল বাংলাদেশের নারী বাহিনীর দুর্দান্ত ফুটবল প্রদর্শন ও তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্বর্ধনা পর্ব শেষে দেড় কোটি টাকা পুরস্কার তুলে দেওয়া হবে। যেই ঘোষণা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল নেপাল থেকে সাফ জিতে মেয়েদের ঢাকায় পৌঁছানোর পরই। নেপালের মেয়েদের বিরুদ্ধে দেশের নারীদের জয়ের খবর পাওয়া মাত্রই বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে মহিলা ফুটবল দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাবিনাদের জন্য 20 লাখের অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: আবারও শিরোনামে মণিপুর, মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ মেইতেই গোষ্ঠীর বিরুদ্ধে