Bangladesh vs Afghanistanঃ মিরাজ ও মাহমুদউল্লাহের কাঁধে চেপে এগোচ্ছে ওপার বাংলার রথ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: শান্তর চোটের কারণে মিরাজের অধিনায়কত্বে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ফাইনালে নেমেছে বাংলাদেশের টাইগাররা। আফগান(Afghanistan) বোলারদের কব্জির জোর শুরুতে তানজিতদের ব্যাটের গতিতে নিয়ন্ত্রণ আনতে না পারলেও ধীরে ধীরে বাংলাদেশের ব্যাটিং লাইনাপেরে দখল নিচ্ছে শত্রুপক্ষ। তবে ইতিমধ্যেই অধিনায়ক মিরাজ ও মাহমুদউল্লাহের কাঁধে চেপে একশোর গণ্ডি পেরিয়ে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ(Bangladesh)।

রশিদ খানদের বিরুদ্ধে আক্রমণ শানাতে নেমে বাংলাদেশের তানজিদ ও সৌম্যর অনবদ্য জুটি 22 গজ দখল করে ভালই এগোচ্ছিল, এমন সময়ে ছন্দপতন হয় দলের। প্রথম 58 রানেই আফগানিস্তানকে 3 উইকেট দিয়ে বসে বাংলাদেশের ছেলেরা। দলের কঠিন পরিস্থিতিতে কোমর বাঁধেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ। দুই পরিচিত জুটির আঁটসাঁট ব্যাটিংয়ে 72 রানে 4 উইকেট হারানো বাংলদেশে 25 ওভার শেষে 112 রান পায়।

দলের দায়িত্ব কাধে নেওয়া অধিনায়ক মিরাজ একাই 75 বলে 38 রান করেছেন। অন্যদিকে 44 বলে 34 করেছেন সতীর্থ মাহমুদউল্লাহ। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 33 ওভার শেষে 4 উইকেটে 138 রান সংগ্রহ করেছিল পদ্মা পাড়ের দল। বর্তমানে সিরিজ নির্ধারণী ম্যাচে আফগান বাহিনীকে পরাস্ত করতে মরিয়া নব নিযুক্ত অধিনায়ক মিরাজ চাইবে দলের হয়ে আফগানিস্তানের জন্য বড় রানের লক্ষ্য তৈরি করতে। একইভাবে আফগানিস্তানের ছেলেদের নজর থাকবে মিরাজদের উইকেটের দিকেই।

আরও পড়ুন: অকথ্য ভাষায় গালিগালাজ করে মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি, জানা গেল আসল কারণ