Bangladesh VS Afghanistan: আফগানিস্তানের বিরুদ্ধে হার এড়াতে মরিয়া বাংলাদেশ, চলছে সম্মান রক্ষার লড়াই!

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: আফগানিস্তান বাহিনীর বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথমটিতেই জোর ধাক্কা খেয়েছে বাংলাদেশ(Bangladesh)। শাহিদি ব্রিগেডের কাছে প্রথম ওয়ানডেতে 92 রানের বিরাট ব্যবধানে পরাজয়ের দুঃখ নিয়ে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছে পদ্মা পাড়ের দল। এবার লক্ষ্য, হার এড়িয়ে সিরিজে নিজেদের অবস্থান সুনিশ্চিত করা।

আরও পড়ুন: নেপালের বিরুদ্ধে সাফ জিতেই দেড় কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল

প্রথম ম্যাচে চোখে সর্ষের ফুল দেখলেও আফগান ব্রিগেডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলে বদল এনেছে বাংলাদেশ। চোটের কারণে তারকা ক্রিকেটের মুশফিকুর রহিম আপাতত খেলতে পারছেন না। ফলত তার জায়গায় নামানো হয়েছে তরুণ জাকের আলীকে। বাংলাদেশ জাতীয় দলের সৈনিক হিসেবে এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও প্রথমবারের মতো ওয়ানডেতে পা রাখলেন জাকের। কাজেই আফগানিস্তানের বিপক্ষে দলের ভরসার জায়গা একেবারেই নষ্ট করতে চাইবেন না এই তরুণ খেলোয়াড়।

প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে শারজায় ব্যাট হাতে রান করতে নামা আফগানিস্তান বাহিনী প্রথম ওয়ানডে ম্যাচে শান্তদের 236 রানের লক্ষ্যে বেঁধে ফেললে ব্যাট হাতে মাঠে নামা বাংলাদেশের ছেলেরা 2 উইকেটে খুইয়ে 120 রান তুলতেই ঘটে বিপত্তি। অল্প সময়ের মধ্যেই আফগানিস্তানী বোলারদের কব্জির জোড়ের কাছে হার মানতে হয় বাংলাদেশকে। মাত্র 143 রানে অলআউট হয়ে যায় শান্ত ব্রিগেড। তবে তাদের কাছে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।