বিক্রম ব্যানার্জী: ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে চুনকাম শব্দটির সদ্ব্যবহার করেছিল পাকিস্তান। 9 উইকেটে বেন স্টোকসদের হারিয়ে অবস্থান পোক্ত করলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডের প্রথম ম্যাচেই হেরেছে মোহাম্মদ রিজওয়ান বাহিনী। আগামীকাল ফের অজি তারকাদের বিরুদ্ধে আক্রমণ শানাতে মাঠে নামতে হবে পাকিস্তানকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের পরাজয়ের দুঃসময়ের মধ্যেই আইসিসির তরফে সুখবর গিয়েছে পাকিস্তানের ঘরে। সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটের র্যাংকিং তালিকায় রোহিত শর্মার ওপরে রয়েছে বাবর আজমের(Babar Azam) নাম। শুধু তাই নয়, আইসিসির র্যাংকিং রেকর্ড লিস্টে নাম রয়েছে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানেরও।
আরও পড়ুন: 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া, সংসদে পাস হবে নতুন আইন
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ রেকর্ড অনুযায়ী, ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষে নাম রয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের। তার রেটিং 822। ওয়ানডে ক্রিকেটে বাবর আজমের কাছে হার মেনেছেন রোহিত। তার ঠিক নিচেই 765 রেটিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হিটম্যান। একই সাথে পূর্বের রেকর্ড ভেঙে 25 নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক ওরফে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডের পাশাপাশি টেস্টেও নিজের ছাপ রেখেছেন বাবর আজম। আগের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে 17 নম্বরে উঠে এসেছেন তিনি। অন্যদিকে টেস্ট তালিকায় রিজওয়ানার অবস্থান বর্তমানে 20। একই সাথে সালমান আঘা এক ধাপ এগিয়ে 19 নম্বরে বিচরণ করছেন।
আইসিসির সর্বশেষ রেকর্ড তালিকায় পাকিস্তানের ব্যটারদের সাথেই দুর্দান্ত বোলিং পারফরমেন্সের জন্য এক ধাক্কায় 3 ধাপ এগিয়ে 5 নম্বর স্থানে উঠে এসেছেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় স্থানে জায়গা করেছেন আফগানিস্তানের ধুরন্ধর অলরাউন্ডার স্পিনার রশিদ খান।। তবে তালিকার শীর্ষে তার জায়গা হয়নি। সেই জায়গা দখল করেছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম স্পিনার কেশভ মহারাজ। বলা বাহুল্য, আইসিসির ব্যাটিং র্যাংকিং তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে শুভমন গিল ও বিরাট কোহলি। অন্যদিকে টেস্টের র্যাংকিং লিস্টে 777 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারতের যশস্বী জয়সওয়াল। যেখানে টেস্ট র্যাংকিং তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার র্যাংকিং পয়েন্ট 903।