Australian Cricketer : বিরল ঘটনা! ব্যাট করতে নেমে বাবা হওয়ার সুখবর পেলেন অস্ট্রেলিয়ান তারকা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Australian Cricketer: বিরল ঘটনার সাক্ষী থাকল বিশ্ব ক্রিকেট। পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে আক্রমণ শানাতে মাঠে নামেন অস্ট্রেলিয়ান ক্রিকেট(Australian Cricketer) তারকা হিল্টন কার্টরাইট(Hilton cartwright)। শুরু থেকেই ব্যাট হাতে প্রতিপক্ষকে নিজের অবস্থান বোঝাচ্ছিলেন হিল্টন। এমন সময়ে খবর আসে তিনি বাবা হয়েছেন। আনন্দে আত্মহারা হয়ে মাঠ ছাড়েন খেলোয়াড়। ফিরে এসে ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জয় দেখিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার

তাসমানিয়া বনাম ওয়েস্ট অস্ট্রেলিয়ার লিস্ট এ ম্যাচ চলছিল, ব্যাট হাতে 22 গজে দাপট দেখাচ্ছিলেন হিল্টন। খেলা কিছুদূর গড়াতেই বিরতিতে যায় দুই পক্ষই। তখন হিলটনের ব্যাটে 52 রান উঠে গিয়েছে। হঠাৎই খবর আসে, সন্তানসম্ভবা স্ত্রীয়ের ডেলিভারি হয়েছে। সেই সাথেই বাবা হয়েছেন খেলোয়াড়। সুখবর কানে আসতেই তড়িঘড়ি মাঠ ছেড়ে স্ত্রীয়ের কাছে ছুটে যান হিল্টন। মা ও সন্তানের সাথে দেখা করার পর মাঠে ফিরে 65 রান হাঁকানোর পরই রিলি মেরেডিথের দুরন্ত বলেন উইকেট হারান তিনি। তবে আউট হয়ে মাঠ ছাড়লেও হিলটনের 65 রান তাসমানিয়ার বিরুদ্ধে দলের জয় সুনিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ এটিই পৃথিবীর শেষ রাস্তা, যেতে হলে সবটা জানুন আগে

প্রসঙ্গত, 37 বছর বয়সী স্ত্রী টামেকা ও হিলটনের দ্বিতীয় সন্তান জন্মের পর মাঠ ছেড়ে যাওয়ার প্রসঙ্গে খেলোয়াড় জানান, ‘যেহেতু এটি তার দ্বিতীয় সন্তান তাই প্রথম থেকেই ভেবেছিলেন খেলায় খুব একটা প্রভাব পড়বে না। তবে পরবর্তীতে স্ত্রীয়ের প্রসবকালীন যন্ত্রণার কথা শুনে মাঠ ছাড়তে হয় তাকে। যদিও মাঠে ফিরে যে আবারও খেলবেন, এই সিদ্ধান্ত আগেই কোচ ও স্যামের সাথে আলোচনা করে ঠিক করে নিয়েছিলেন।’