বিক্রম ব্যানার্জী: অজিভূমিতে বক্সিং ডে টেস্টের শুরুটা শক্ত হাতে করতে চেয়েছিল ভারত। তবে অস্ট্রেলিয়ার(Australia) ঝোড়ো ব্যাটিং প্রথমদিকে রোহিতদের সেই আশায় জল ছিটিয়ে দেয়। সদ্য অভিষিক্ত 19 বছর বয়সী স্যাম কনস্টাসের এদিনের ইনিংস অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট ম্যাচে নতুন মাত্রা যুগিয়ে ছিল। তবে প্রথম দুই সেশনে মাঠে তীব্র দাপট দেখালেও তৃতীয় সেশনে ভারতের কাছে কিছুটা মাথা ঝোঁকাতে হয়েছে অজিদের। চতুর্থ টেস্টের তৃতীয় সেশন শেষে দাবানলের গতিতে উইকেট তুলে অবস্থান জানান দিয়েছে ভারতের ছেলেরা।
টস জিতে চতুর্থ টেস্টের প্রথম দিন ব্যাট হাতে মাঠে নামে অস্ট্রেলিয়ানরা। এদিন দলের জার্সি গায়ে 19 বছর বয়সী স্বেতাঙ্গ ক্রিকেটার কনস্টাস দুর্দান্ত ইনিংস খেলেছেন। ভারতের 65টি বলের জবাবে 60 রান এসেছে এই তরুণ ব্যাটারের ব্যাট থেকে। অন্যদিকে অস্ট্রেলিয়ান তারকা লাবুশেন হাঁকিয়েছেন 72 রানের দুর্দান্ত ইনিংস। রান পেয়েছেন ওসমান খাজাও। কিন্তু শেষ পর্যন্ত ভারতের তোপের মুখে পড়ে মাঠ ছাড়তে হলেও বর্তমানে 68 রানে অপরাজিত স্টিভেন স্মিথ এবং 8 রানে অপরাজিত অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্টে ভারতের কাছে নাস্তানাবুদ না হলেও শেষের দিকে এক প্রকার খেই হারিয়ে ফেলেছিল কামিন্সের দল। এদিন জাদেজার বলে 60 রান করে সাজঘরে ফেরেন তরুণ অজি খেলোয়াড় কনস্টাস। খেলা কিছুটা গড়াতেই বুমরাহের বলে ফিরতি পথ দেখেন উসমান খাজাও। এরপরই ঝোড়ো গতিতে উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্টে ব্যাট করতে আসা অস্ট্রেলিয়াকে প্রথম দিনেই 9 রানের ব্যবধানে দ্রুত 3 উইকেট হারাতে হয়েছিল। যার জেরে চাপ বাড়ে মাঠে থাকা অ্যালেক্স ক্যারির ওপর। তবে সেই চাপ বেশিক্ষণ ঠেকিয়ে রাখতে পারেননি তিনি। ভারতের আকাশ দ্বীপের হাতে উইকেট উপহার পেয়ে মাঠ ছাড়তে হয় ক্যারিকে। শেষ পর্যন্ত 6 উইকেটে 311 রান তুলে প্রথম দিন শেষ করে দুপক্ষই।