বিক্রম ব্যানার্জী: নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়ে অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে আক্রমণ শানাতে নামে বুমরার দল(India)। তবে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেনি বিরাটরা। অজিদের কব্জির জোর 150 রানেই অলআউট করেছে ভারতকে(India)। এরপরই অস্ট্রেলিয়ার (Australia) লক্ষ্যে কাঁটা হয়ে উঠতে মাঠে নেমেই বল হাতে কামিন্স ব্রিগেডে ধ্বস নামিয়েছে ভারত(India)। 20 ওভারের আগেই মাত্র 40 রান সংগ্রহ করে 5 উইকেট খুঁইয়ে ফেলে অস্ট্রেলিয়া(Australia)। ব্যাট হাতে অজিদের জাদু না চললেও অধিনায়ক বুমরার বল কিন্তু জাদু দেখাচ্ছে ম্যাচের শুরু থেকেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে একপ্রকার গলদঘর্ম অবস্থা হয় ভারতের। 14 রানে 2 উইকেট হারিয়ে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল ভারতীয় দলের। এদিন ওপেন করতে নেমে এক ফোঁটাও জায়গা করতে পারেননি যশস্বী। 8 বলে শূন্যতেই সাজঘরে ফিরতে হয় তাকে। লোকেশ রাহুলের ব্যাটে খেলা কিছুদূর গড়ালেও 26 রানে তার সেই রাস্তা বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। এদিন ব্যাট হাতে চেনা ছন্দে লড়াই করেছেন ঋষভ পন্থও। তবে ভরসার কাঁধ(সঙ্গী) না পাওয়ায় 78 বলে 37 রান করে ফিরতে হয় তাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগেই 5 রানে মাঠ ছেড়েছিলেন বিরাট।
শেষ পর্যন্ত নিতিশ কুমার রেড্ডির 41 রানের সিঁড়িতে ভর করে 150-এর গন্ডি ছুঁয়ে ফেলে ভারত। অস্ট্রেলিয়ার ঝোড়ো বোলিংয়ের কাছে পরাস্ত হয়ে সেই অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করতে মাঠে নামে বুমারার দল। ব্যাট করতে আসা অজি তারকাদের 14 রানে প্রথম উইকেট দেখান বুমরা। প্রথম পর্বের প্রতিশোধ যেন একেবারে কঠিন হাতে বুঝে নিতে নেমেছিলেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়ার ম্যাচ 19 রানে গড়াতেই 3 উইকেট হারায় তারা। হেড থেকে শুরু করে মার্শ বুমরা-সিরাজদের সামনে এদিন ধোপে টেকেননি কেউই। শেষ পর্যন্ত 52 বলে মাত্র 2 রান করা লাবুশেনকে নিজের অবস্থান বুঝিয়ে ফিরতি পথ দেখান সিরাজ। সেই সাথে (প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত) 22 ওভার 5 বলে মাত্র 48 রানে 6 উইকেট হারিয়ে সম্মান রক্ষার লড়াইয়ে ভারতকে টেক্কা দিতে মরিয়া হয়ে উঠেছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: জীবিত স্বামীকে মৃত দাবি করে মামলা দায়ের আদালতে, গ্রেফতার স্ত্রী সহ আরও দুই যুবক