Australia VS Pakistan: জনসনের তোপের মুখে পড়ে বিপদ সীমায় পাকিস্তান, হাতছাড়া দ্বিতীয় ম্যাচও

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে টি-টোয়েন্টির প্রথমটি 29 রানে হেরে দ্বিতীয় ম্যাচে আটঘাট বেঁধে নেমেছিল রিজওয়ানের দল। অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের একটা আত্মবিশ্বাস প্রথম থেকেই ছিল পাক শিবিরে(Pakistan)। কাজেই 20 ওভারের প্রথমটিতে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে জ্বলে ওঠার আশায় বুক বেঁধেছিল সকলে। তবে সেই আগুন ধরতেই দেয়নি অস্ট্রেলিয়া। খেলা 20 ওভার ছোঁয়ার আগেই পাক শিবিরে ধ্বস নামিয়ে টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচও নিজেদের দখলে রাখল ইংলিশ বাহিনী।

শনিবার আব্বাস আফ্রিদিদের বলের জোরে 150 রানের গণ্ডি পার করতে পারেনি অস্ট্রেলিয়ার ছেলেরা। শেষ পর্যন্ত 9 উইকেট খুঁইয়ে 147 রানে থামতে হয় পাকিস্তানের শত্রু পক্ষকে। এরপর ব্যাট হাতে দেড়শো অনূর্ধ লক্ষ্য তাড়া করতে মাঠে নামে রিজওয়ানরা। তবে প্রথম তিন ওভারেই দুই পাক ব্যাটার বাবর আজম ও ফারহানকে ফিরতি পথ দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। দুই ধুরন্ধর ব্যাটসম্যানকে হারিয়ে অধিনায়ক রিজওয়ান এবং উসমান খানের কাঁধে চেপে পাকিস্তানের রথ কিছুটা গড়ালেও তার গতি স্থায়ী হয়নি।

অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন এদিন দারুন ছন্দে ধরা দিয়েছেন। একাই পাকিস্তানের তাবড় তাবড় ব্যাটারদের সাজঘরে পাঠিয়েছেন তিনি। গোটা ম্যাচে মাত্র 26 রান দিয়ে 5 উইকেট তুলেছেন এই অজি তারকা। অন্যদিকে পাকিস্তানের হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করেছেন উসমান খান। মাত্র 38 বলে 52 রান এসেছে তার ব্যাট থেকে। তবে সেই পাক সৈনিকেরও উইকেট ভেঙেছেন জনসন। সেই সাথে 19 ওভার 4 বলে 134 রান করা পাকিস্তানকে 10 উইকেটে নামিয়ে এনে দ্বিতীয় ম্যাচেও জয় হাসিল করে অস্ট্রেলিয়া। বর্তমানে টি-টোয়েন্টি সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে অজিদের রথ।

আরও পড়ুন: ইতালিতে ইউনূসের নামে চালু হলো ক্লাব! বাংলাদেশ থেকে গেল কৃতজ্ঞতার চিঠি