বিক্রম ব্যানার্জী: পাকিস্তান(Pakistan) বাহিনীর বিরুদ্ধে বৃষ্টির কারণে মাত্র 7 ওভারের ম্যাচে 94 রানের বড় লক্ষ্য দাড় করায় অস্ট্রেলিয়া (Australia)। তবে ব্যাট হাতে মাঠে নেমে দূরের পথ অতিক্রম করতে একপ্রকার হিমশিম খাচ্ছিল পাক ব্যাটাররা। প্রথম টি-টোয়েন্টির হার এড়াতে 7 ওভারের ম্যাচেও 9 উইকেট হারিয়ে অলআউটের দ্বারপ্রান্তে উপস্থিত হয় পাকশিবির। শেষ পর্যন্ত 64 রান সংগ্রহ করে সাজঘরে ফেরে মোহাম্মদ রিজওয়ানের দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শাহিবজাদা ফারহানের হাত ধরে পাকিস্তানের শুরুটা ভাল হলেও 3 ওভারেই 20 রান সংগ্রহ করে পঞ্চম উইকেট হারায় রিজওয়ানরা। দলের লড়াকুদের মাঠ ছাড়ার পর একপ্রকার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের ছেলেদের লড়াইটা শুধুমাত্র সম্মান রক্ষারই ছিল। প্রথম 6 ব্যাটার অস্ট্রেলিয়ার বোলারদের কব্জির জোরের কাছে হার মেনে দুই অঙ্কের ঘরে উঠতে পারেননি।
এদিকে দলকে নেতৃত্ব দেওয়া রিজওয়ান এদিন নিজেই শূন্যতে ফিরেছিলেন। বাবরের ব্যাট থেকে এসেছিল মাত্র 3 রান। অপ্রত্যাশিতভাবে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান হাঁকিয়েছেন পেসার আব্বাস আফ্রিদি। 10 বলে 20 রানের নজরকাড়া ইনিংস খেলেন তিনি। অন্যদিকে পাকশিবিরের জয়ের রাস্তাটা আরও ভঙ্গুর করে দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র 19 বলে 5টি চার ও 3টি ছয় সহযোগে 43 রানের ঝোড়ো ইনিংস খেলে পাকিস্তানের বোলারদের নিজের অবস্থান জানান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার পুরনো সৈনিক ম্যাক্সওয়েল। ম্যাচের গতিপথ মূলত তৈরি করেছিলেন তিনিই। সেই সাথে 29 রানের ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি রিজওয়ানদের কাছে থেকে ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ‘প্রতিশোধের জন্য অপেক্ষা করো’, ইজরায়েলকে হুমকি সালামির