Over 100 Killed: রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে ফুটবল সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ, নিহত কমপক্ষে 100

Published On:

বিক্রম ব্যানার্জী: ফুটবল মানেই দুই পক্ষের সমর্থকদের গলা ফাটানো চিৎকার, প্রিয় দলের গোলে উল্লাস, গ্যালারি থেকে খেলোয়াড়দের চিয়ার আপ আরও কত কী। তবে রবিবার পশ্চিম আফ্রিকার দেশ গিনি-র দ্বিতীয় বৃহত্তম শহর এন জেরকোরের এক ফুটবল ম্যাচে ধরা পরল সম্পূর্ণ ভিন্ন চিত্র। এদিন ম্যাচ চলাকালীন রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘক্ষণের ভয়াবহ সংঘাতে এদিন অন্তত 100 জনের মৃত্যু(Killed) হয়েছে।

ফুটবল ম্যাচ ঘিরে মৃত্যুর ঘটনা এর আগেও চোখে পড়েছে। তবে একসাথে শতাধিক সমর্থকের মৃত্যু ফুটবলের ইতিহাসে বিরল। বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, দু দলের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। কয়েকজন সমর্থককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তাদের। হাসপাতালের মেঝেতে সারিবদ্ধ ভাবে মৃতদেহ সাজিয়ে রাখার দৃশ্যও চোখে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, হাসপাতালে মৃত্যু হওয়া রোগী মিলিয়ে মর্গে জায়গা না থাকায় মৃত ফুটবল সমর্থকদের ঠাই হয়েছে হাসপাতালের মেঝেতে। ঐ চিকিৎসক জানান, হাসপাতালসহ মর্গের বিভিন্ন জায়গায় স্তূপাকারে সাজানো হয়েছে সমর্থকদের নিথর দেহ। হাসপাতালে চিকিৎসারত আরও বেশ কয়েকজন ডাক্তার সূত্রে খবর, এই সংঘর্ষের ঘটনায় শতাধিক সমর্থক প্রাণ হারিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়, ম্যাচ চলাকালীন সংঘর্ষের প্রভাব ছড়িয়ে পড়েছিল স্থানীয় এলাকাতেও। মাঠের বাইরে শহরের রাজপথে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। রাস্তায় পড়েছিল অসংখ্য সমর্থকের মৃতদেহ। সমর্থকদের মধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারী এন জেরকোর থানায় ব্যাপক ভাঙচুর চালিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়।

সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার থেকে জানা গিয়েছে, সংঘর্ষের সূত্রপাত হয় ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পরই। দলের স্বার্থে মাঠে নেমে আসেন দুই পক্ষের সমর্থকরা। শুরু হয় তুমুল সংঘর্ষ। স্বস্তির বিষয়, সমর্থকদের দ্বিপাক্ষিক সংঘর্ষে খেলোয়াড়দের কোনও রকম ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আরও পড়ুন: ত্রিপুরার কাছেও ঋণী বাংলাদেশ! 135 কোটি টাকার বিদ্যুতের বকেয়া দ্রুত মেটানোর হুঁশিয়ারি