Argentina: পেরুর ম্যাচের আগে চরম অস্বস্তিতে আর্জেন্টিনা, চোট পেয়ে বাইরে 6 ফুটবলার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: বিশ্বকাপ বাছাই পর্বে চরম সংকটে আর্জেন্টিনা(Argentina)। চোটের কারণে মাঠে নামতে পারছেন না 6 গুরুত্বপূর্ণ ফুটবল তারকা। এদিকে বুধবার পেরুর বিরুদ্ধে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে দলকে। এহেন আবহে ভাগ্যের সাথে যেন একপ্রকার লড়াই করছেন কোচ স্কালোনি।

পেরুর বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি আর্জেন্টিনার কাছে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। কেননা, এখনও পর্যন্ত 5 ম্যাচের 3টিতেই হেরেছে স্কালোনির ছেলেরা। শেষ ম্যাচটি ছিল প্যারাগুয়ের বিরুদ্ধে। সেখানেও একপ্রকার নাকানি-চোবানি খেতে হয়েছে আকাশী-সাদা জার্সিদের। তার ওপর আবার গুরুতর চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন 6 লড়াকু।

ফলত কঠিন পরিস্থিতিতে যেখানে দলকে আরও শক্তিশালী করে তোলা দরকার সেখানে চোট জ্বরের কারণে খেলোয়াড়দের অভাবে ভুগছে আর্জেন্টিনা। কাজেই 3 ম্যাচে হার এবং প্রয়োজনীয় খেলোয়াড়দের দলে না থাকা পেরুর বিরুদ্ধে স্কোয়াড সাজাতে যথেষ্ট চিন্তায় ফেলেছে স্কোলানিকে।

নিজেদের শেষ ম্যাচে পেরুর বিরুদ্ধে জিততে চাওয়া আর্জেন্টিনা শিবিরে প্রথমেই চোট পান পেৎজেল্লা। এরপর একে একে ধ্বস নামে দলের অন্দরে। খেলোয়াড়দের ইনজুরির মাঝে মেদিনাকে কোনও মতে দলে ভেড়ালেও বর্তমানে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়া সম্ভব নয়। গুরুতর চোট পাওয়ায় 6 জনের মধ্যে 3 আর্জেন্টিনীয় তারকা যে আপতত মাঠে আনতে পারবেন না একথা নিশ্চিত করেছিল সেদেশের গণমাধ্যম।

প্রসঙ্গত, আর্জেন্টিনার 6 ফুটবলারের মধ্যে ক্রিশ্চিয়ান রোমেরো ডান পায়ের বুড়ো আঙুলে চটের কারণে বাইরে রয়েছেন। অন্যদিকে নিকোলাস টালিয়াফিকো প্যারাগুয়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন, লিসান্দ্রো মার্টিনেজ লেস্টার সিটির ম্যাচে আঘাত পেয়ে বাইরে, নাহুয়েল মলিনা ডান পায়ের উরুর গুরুতর চটে ভুগছেন।

একই সাথে জের্মান পেৎজেল্লা মাংসপেশিতে আঘাত পাওয়ায় প্রথমেই দল থেকে ছিটকে গিয়েছিলেন। পাশাপাশি নিকোলাস গাঞ্জালেস ডান পায়ের হাড়ে চোট পেয়ে মারাত্মক অসুস্থ। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অসুস্থতায় পেরুর ম্যাচের আগেই কোচ স্কোলানির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে।

আরও পড়ুন: আমেরিকা থেকে নয়া দিল্লি পৌঁছতে সময় লাগবে মাত্র 30 মিনিট! নয়া ঘোষণা ইলন মাস্কের