বিক্রম ব্যানার্জী: সেরার মুকুট এবারেও আর্জেন্টিনার(Argentina)। দ্বিতীয়বারের মতো 2024 সালের শেষ মুহূর্তে পৌঁছে ফিফা বিশ্বকাপ র্যাংকিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। বৃহস্পতিবার রাতে প্রকাশিত চলতি বছরের ফিফা র্যাংকিং তালিকার প্রথম অংশে কোনও বিশেষ বদল আসেনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ফিফা বিশ্বকাপ র্যাংক তালিকায় আর্জেন্টিনাকে শীর্ষস্থান থেকে সরাতে পারেনি কোনও দলই। বিগত ম্যাচগুলিতে অনবদ্য পারফরম্যান্সের কারণে বর্তমানে 1867.25 পয়েন্ট নিয়ে তালিকার চূড়ায় অবস্থান করছে মেসির দল। তার ঠিক নিচেই দ্বিতীয়তে জায়গা হয়েছে এমবাপের ফ্রান্সের। দলটির বর্তমান পয়েন্ট 1859.78 যা আর্জেন্টিনার থেকে খুব একটা কম নয়।
পয়েন্ট টেবিলে মেসি ও এমবাপেদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। 1853.27 পয়েন্টে তাদের জায়গা হয়েছে তালিকার 3 নম্বরে। এছাড়াও লিস্টের চার এবং পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড ও ব্রাজিল। ফিফা বিশ্বকাপ র্যাংকিং লিস্টের শীর্ষ দেশ গুলির মধ্যে বাকি 5 হলো যথাক্রমে, রোনাল্ডোর পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি এবং জার্মানি।
আরও পড়ুন: আম্পায়ারের সাথে বিতর্কে জড়িয়ে শাস্তি পেলেন আফগান পেসার ফারুকী