Alzarri Joseph: ম্যাচ চলাকালীন অগ্রহণযোগ্য আচরণের কারণে আগামী দুই ম্যাচে নিষিদ্ধ হলেন জোসেফ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: অধিনায়ক শাই হোপের সিদ্ধান্তের বিরোধিতা করে মাঠেই বিতর্কে জড়িয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজ দলের 27 বছর বয়সী পেসার আলজারি জোসেফ(Alzarri Joseph)। ফলত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেও শেষ রক্ষা হয়নি কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের। অগ্রহণযোগ্য আচরণের কারণে আগামী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই তরুণ ক্রিকেটার।

আরও পড়ুনঃ আচমকা হার্ট অ্যাটাক চালকের, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে বাস! তারপর যা হল…

নিজের কর্মকাণ্ডের জন্য অধিনায়ক শাই হোপ ও দলের কর্তাদের কাছে ক্ষমাও চেয়েছেন জোসেফ। তবে ভুলের স্বীকারোক্তি সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সিদ্ধান্তে শাস্তির মুখে পড়তে হয়েছে ক্রিকেট তারকাকে। ঘটনাটির সূত্রপাত সিরিজ নির্ধারণী ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় জোসেফকে। শত্রুপক্ষের বিরুদ্ধে 4 নম্বর ওভারে বল করছিলেন জোসেফ, এমন সময়ে হঠাৎই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।

এছাড়াও অধিনায়ক হোপের সাথে বেশ কয়েকবার আটসাট নিরাপত্তা সাজানো নিয়ে বাক বিতান্ডায় জড়িয়ে পড়েছিলেন খেলোয়াড়। ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট তুলেও খুব একটা উচ্ছ্বসিত হতে দেখা যায়নি তাকে। শেষ পর্যন্ত রণক্ষেত্র ছেড়ে বেরিয়ে গেলে তাকে বেশ কয়েকবার বুঝিয়ে মাঠে আনার চেষ্টা করা হয়েছিল। যদিও পরবর্তীতে মাটি ফিরে কব্জির জোর প্রয়োগ করলেও আবার মাঠ ছেড়েছিলেন জোসেফ।

ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শানানোর পর্বে দলের অন্দরে জোসেফের এহেন আচরণ একেবারেই ভাল চোখে দেখেননি তার সতীর্থরা। খেলোয়াড়ের কর্মকাণ্ডে ক্ষুব্ধ দলের কোচ ড্যারেন স্যামিও। সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, ‘জোসেফের আচরণ দলের সংস্কৃতি বিরুদ্ধে, এই ঘটনা সত্যিই অগ্রহণযোগ্য।’ কোচের বক্তব্যে সম্মতি প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের তরফে ডিরেক্টর অফ ক্রিকেট মাইলস বাসকোমবের বক্তব্য, ‘খেলোয়াড়ের এই আচরণ দলের মূল্যবোধের সাথে একেবারেই যায় না। ঘটনাটি অত্যন্ত নিন্দা জনক, তাই এই আচরণে কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে।’