Ronaldo: সৌদি আরবের কিংস কাপ(King’s Cup) থেকে বিদায় নিল আল নাসের(Al Nasser)। নেপথ্যে যদিও বহুবার একাধিক সুযোগের সদ্ব্যবহার করা পর্তুগিজ তারকা রোনাল্ডোর(Ronaldo) ব্যর্থতা। মঙ্গলবার রাতে আল-তাউয়ুনের বিরুদ্ধে আক্রমণ শানাতে মাঠে নেমে গলদঘর্ম অবস্থা হয়েছিল আল নাসেরের ছেলেদের। 0-1 ব্যবধানে পিছিয়ে থাকা রোনাল্ডোর দল দ্বিতীয়ার্ধের অন্তিম মুহূর্তে পৌঁছে পেনাল্টির সুযোগ পেলেও তা লুফে নিতে পারেনি সিআর7। ফলত ভুলের মাসুল ইঞ্চিতে ইঞ্চিতে বুঝ নিল প্রতিপক্ষ তাউয়ুন।
গতকাল রাতের শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে দুইদলের লড়াকুরা নিজেদের সর্বস্ব বাজি রেখে জালে বল ঢোকানোর চেষ্টা করছিল। অন্যান্য দিনের মতো সেই দায়িত্ব আল নাসেরের হয়ে বেশিরভাগটাই ছিল রোনাল্ডোর কাঁধে। তবে দুই পক্ষের আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে 71 মিনিটে গোল করে ব্যবধান যোগ করে ওয়ালিদ আল-আহমেদ। শত্রুপক্ষের কাছে গোলের মালা পরে তা হজম করার চেষ্টা চালাচ্ছিল আল নাসেরের ছেলেরা।
আরও পড়ুনঃ গৃহবধূকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ধর্ষণ, গ্রেফতার চিকিৎসক
এমন সময়ে তাউয়ুনের হয়ে গোল করা সেই আল-আহমেদই অতিরিক্ত 5 মিনিটের ম্যাচে পেনাল্টি বক্সে ফাউল করে প্রতিপক্ষকে সুযোগ তৈরি করে দিলে দক্ষ রোনাল্ডো সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। ফলত প্রথম 18টি পেনাল্টির সুযোগ পেয়ে প্রতিটিতে সফল হওয়া রোনাল্ডো এদিন ব্যর্থ হয়েছিলেন। যার দরুণ কিংস কাপ থেকে ছিটকে যায় আল নাসের। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও চলতি মরশুমে এখনও দুটি শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে পর্তুগিজ কিংবদন্তি ফুটবলারের ক্লাব আল নাসেরের। বলা বাহুল্য, এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলে তালিকায় 7 পয়েন্ট জুগিয়েছে রোনাল্ডোদের দল। যদিও সৌদি প্রো লিগে 8 ম্যাচ শেষে আল হিলালের থেকে 6 পয়েন্ট দূরে তারা ।