বিক্রম ব্যানার্জী: শ্রেয়াস আইয়ার বাদ পড়ার পর থেকেই যোগ্য অধিনায়কের খোঁজ চালাচ্ছিল কলকাতা(KKR)। রিটেনশন তালিকা থেকে বাদ পড়া ভেঙ্কটেশ আইআরকে পুনরায় নিলাম থেকে 23 কোটি 75 লাখ দিয়ে কেনার পরই কলকাতার অধিনায়ক হিসেবে ভিঙ্কিকেই ধারণা করেছিলেন অনেকে। তবে চিত্রটা বদলে যায় মেগা নিলামের দ্বিতীয় দিনে দেড় কোটির বেস প্রাইস দিয়ে অভিজ্ঞ খেলোয়াড় অজিঙ্কা রাহানেকে দলে ভেড়ানোর পরেই। কেকেআরের(KKR) সম্ভাব্য অধিনায়ক হিসেবে রাহানের নাম একপ্রকার চূড়ান্ত করে ফেলেন সমর্থকরা। এবার সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে।
ভারতের প্রথম সারির বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, 2025 আইপিএলে কলকাতাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অধিনায়কের নাম একপ্রকার চূড়ান্ত করে ফেলেছে সিইও বেঙ্কি মাইসোরের ম্যানেজমেন্ট। ভেঙ্কটেশ আইয়ারের অধিনায়ক হওয়া নিয়ে তুমুল চর্চা চললেও তা এখন অতীত। সূত্রের খবর, দেড় কোটির অভিজ্ঞ ভারতীয় তারকাই এবার পথ দেখাবে কেকেআরকে। কলকাতার অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের সিংহাসন বর্তমানে 90 শতাংশ নিশ্চিত। জানা গিয়েছে, অভিজ্ঞতার ভিত্তিতে সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করেই নাকি দলে নেওয়া হয়েছিল অজিঙ্কা রাহানেকে।
প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স যদি অজিঙ্কা রাহানেকে দল পরিচালনার দায়িত্ব দেয় সেক্ষেত্রে খেলোয়াড়ের পারফর্ম্যান্সের থেকে অভিজ্ঞতার দিকে বেশি গুরুত্ব দেবে তারা। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। বলা বাহুল্য, ঘরোয়া ক্রিকেটে রাহানের ফর্ম খুব একটা ভরসা যোগ্য নয়। তবে আইপিএল নিলামের পরই বিরাট বদল এসেছে রাহানের ব্যক্তিগত পারফর্ম্যান্সে।
সেই সাথে রয়েছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা। সূত্র বলছে, শাহরুখের দলে যোগ দেওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে 8টি ম্যাচ খেলেছিলেন রাহানে। সেগুলির একটাতেও তার ব্যক্তিগত রানের সংগ্রহ পঞ্চাশের গণ্ডি পার হয়নি। তবে কলকাতায় আসার পর মুস্তাক আলি ট্রফির পরপর দুই ম্যাচে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ফলত, অধিনায়কের দায়িত্ব কাঁধে আসলে কলকাতার হয়ে জ্বলে উঠতে পারেন ভারতের এই অভিজ্ঞ।
আরও পড়ুন: আর পাতে পড়বে না ডিম! অগ্নিমূল্য বাজারের কোপ কচিকাঁচারের মিডডে মিলেও