Afghan cricketer: আফগানিস্তানের তরুণ ক্রিকেটার, খেলেছেন কেকেআরের হয়েও, সেঞ্চুরি গড়ে রেকর্ড ভাঙলেন শচীন-বিরাট-বাবরের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি কিংবা পাকিস্তানের ক্রিকেট তারকা বাবর আজম কেউই টিকলো না আফগানিস্তানের তরুণ ব্যাটারের(Afghan cricketer) কাছে। শারজায় আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল সাফল্যের যাত্রা তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ও সবশেষে পদ্মা পাড়ের দল বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে চলতি বছরেই 3 ওয়ানডে সিরিজে পরপর 3 টি সেঞ্চুরি হাঁকিয়ে 23 অনূর্ধ্ব খেলোয়ার হিসেবে শচীন, বিরাট ও বাবরের রেকর্ড ভেঙেছেন আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ(Rahmanullah Gurbaz)।

চলতি বছর আফগানিস্তানের হয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে জ্বলে উঠেছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান গুরবাজ। মাত্র 22 বছর 349 দিন বয়সে নিজের অষ্টম সেঞ্চুরি হাঁকিয়েছেন এই আফগান তারকা। তার আগে সবচেয়ে কম বয়সে ওয়ানডে ক্রিকেটে অষ্টম সেঞ্চুরির রেকর্ড ছিল শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যটার কুইন্টন ডি ককের দখলে। যেখানে ভারতীয় কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকরের অষ্টম সেঞ্চুরির রেকর্ড তৈরির সময়ে বয়স হয়েছিল 22 বছর 357 দিন। অন্যদিকে বিরাট কোহলি ও বাবর আজম দুজনেরই 23 বছর বয়সে অষ্টম সেঞ্চুরি রয়েছে। কাজেই এই তিন তারকার থেকে কম বয়সে অষ্টম সেঞ্চুরির হিসাবে অনেকটাই এগিয়ে গুরবাজ।

আরও পড়ুন: ভারতের প্রস্তাব মেনে পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর অন্যত্র সরিয়ে নিচ্ছে আইসিসি!

প্রসঙ্গত, বয়সের পাশাপাশি দ্রুততম অষ্টম সেঞ্চুরির দৌড়েও তৃতীয় স্থানে গুরবাজ। তার আগে পাকিস্তান তারকা বাবর আজমের অষ্টম সেঞ্চুরি হাঁকাতে 44 ম্যাচ অতিক্রম করতে হয়েছে। একইভাবে দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় খেলোয়াড় হাসিম আমলা মাত্র 43 ম্যাচ খেলেই অষ্টম সেঞ্চুরি করেছিলেন। তবে ওপেনার হিসেবে 8 নম্বর সেঞ্চুরিটি করতে পাকিস্তানের ইমাম উল হক কাটিয়েছেন 47 ম্যাচ, যেখানে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ম্যাচে বাকিদের পিছনে ফেলে দ্রুততম অষ্টম সেঞ্চুরির নিরিখে 3 নম্বরে উঠে এসেছেন গুরবাজ। মাত্র 46 ম্যাচেই এই চমৎকার গড়েছেন তিনি।