বিক্রম ব্যানার্জী: আন্তর্জাতিক ক্রিকেটে তাকে চেনেন না কেউই। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে একেবারে অপরিচিত মুখ তিনি। আইপিএলের ইতিহাসেও প্রিয়াংশু আর্য(Young Indian Cricketer) নামটা ওঠেনি কোনও দিনও। এহেন একজন ক্রিকেটারকে(Young Indian Cricketer) দলে পেতেই নাকি হুড়োহুড়ি লেগেছিল আইপিএল মেগা নিলামে। নেপথ্যে যদিও 23 বছর বয়সী ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্স।
আইপিএল 2025 মরসুমের মেগা নিলাম বসেছিল সৌদি আরবের জেদ্দায়। আর সেখানেই এক অ্যানক্যাপডকে দলে ভেড়াতে কোমর বেঁধে নেমে পড়েছিল দিল্লি ক্যাপিটালস থেকে শুরু করে আরসিবি ও পাঞ্জাব কিংসের মত ফ্রাঞ্চাইজি গুলি। ভারতীয় ক্রিকেটার প্রিয়াংশু আর্যর কদর বেড়েছিল এক ইনিংসে 6 বলে 6টি ছক্কা হাঁকানোর পরই। তিন দলের ত্রিমুখী লড়াইয়ের পর অবশেষে 30 লাখের খেলোয়াড়কে 3 কোটি 80 লাখ রুপিতে দলে টানে পাঞ্জাব। যা আন্তর্জাতিক ক্রিকেটে অনভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
উল্লেখ্য, গত আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লি দলের বিপক্ষে আক্রমণ শানাতে মাঠে নেমে বাঁহাতি স্পিনার মনন ভরদ্বাজের 6 বলে 6টি ছক্কা হাঁকান প্রিয়াংশু। টুর্নামেন্টেটিতে 10 ইনিংসে সর্বোচ্চ 608 রান করেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার। জানলে অবাক হবেন, প্রতিটি ম্যাচে তার গড় স্ট্রাইকরেট ছিল 198.69। প্রিয়াংশু এই 10 ইনিংসে দুটি সেঞ্চুরি ও 4টি দ্রুত ফিফটির রেকর্ড করেছিলেন।
সেই সাথে শত্রু পক্ষের বলকে বাউন্ডারির বাইরের পথ দেখিয়ে ছয় হাঁকিয়েছেন 43টি। তার এই অসামান্য পারফরম্যান্স তাকে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির চোখে জিরো থেকে হিরো বানিয়েছে। বলা বাহুল্য, দিল্লি প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্ম করার পর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলার সুযোগ পান প্রিয়াংশু। দিল্লির হয়ে এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। মাত্র 43 বলে 102 রান করে শত্রুপক্ষের ঘাম ছুটিয়েছিলেন ভারতের এই তরুণ খেলোয়াড়। যা আজ তাকে কোটিপতি বানিয়েছে।
Shah Rukh Khan: এত জনপ্রিয়তা-সাফল্য আমার প্রাপ্য নয়, হঠাৎ কেন এমন মন্তব্য শাহরুখের?