বিক্রম ব্যানার্জী: নভেম্বরেই উইকেট ভেঙে রঞ্জি ট্রফিতে রেকর্ড গড়েছিলেন 23 বছর বয়সী পেসার আনশুল কম্বোজ। এই ঘরোয়া টুর্নামেন্টের ইনিংসে একাই 10 উইকেট নিয়ে সকলের নজরে চলে আসেন তিনি। সেই সাথে রঞ্জি ট্রফির ইতিহাসে ইনিংসে 10 উইকেট পাওয়া বোলারদের মধ্যে তৃতীয় স্থানে নাম ওঠে তার। এবার সেই বোলারকে দলে পেতেই তুমুল দর কষাকষি চলেছে দ্বিতীয় দিনের মেগা নিলামে(IPL 2025 Mega Auction)।
রঞ্জি ট্রফির ইতিহাসে ইনিংসে 10 উইকেট ভেঙে দর্শকদের পাশাপাশি আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির নজরেও নিজেকে তুলে ধরেছিলেন আনশুল। চলতি আইপিএল মেগা নিলামে 30 লাখ রুপির ভিত্তি মূল্যের এই খেলোয়াড় যে কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাবেন একথা কল্পনাতেও ভাবেননি কেউই।আনশুলকে দলে পেতে প্রথম বিড করে দিল্লি ক্যাপিটালস। এরপর একে একে চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলি তাকে দলে নিতে ঝাঁপিয়ে পড়ে।
দিল্লির পর 23 বছর বয়সী ধুরন্ধর পেসারকে দলে শামিল করতে গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে দীর্ঘ ত্রিমুখী লড়াইয়ে নামতে হয় সিএসকে-কে। একটানা দর কষাকষির পর অবশেষে 3 কোটি 40 লাখে অনশুলকে দলে ভেড়াতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। সেই সাথে রঞ্জি ট্রফি দিয়েই ভাগ্য খুলে যায় তরুণ আনক্যাপডের।
আরও পড়ুন: মেগা নিলামে তরুণ আফগান স্পিনারদের কিনতে কোটি কোটি টাকা ঢালছে ফ্রাঞ্চাইজিগুলি