বিক্রম ব্যানার্জী: বয়স বাড়ছে ফিফা বিশ্বকাপের! বহু প্রতীক্ষিত আসন্ন 2030 বিশ্বকাপে পা দিয়েই শতবর্ষ পূর্ণ করবে ফুটবল বিশ্বকাপ। 1930 সালে শুরু হওয়া জার্নিটা সময়ের দৌঁড়ে সেঞ্চুরি হাঁকাবে সেবারই। ফলত, শতবর্ষ উদযাপনে বিশ্বকাপের সূচনা ক্ষেত্র দক্ষিণ আমেরিকায় ফিরতে চায় ফিফা। কাজেই আসন্ন 30 বর্ষের ফিফা বিশ্বকাপে(2030 FIFA World Cup) কমপক্ষে 3টি ম্যাচ উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হবে(2030 FIFA World Cup)।
বেশ কিছু তথ্য মারফত খবর, 2030 বিশ্বকাপে 100 বছরের টুর্নামেন্টটির মূল আয়োজক হিসেবে থাকবে ইউরোপের দুই দেশ স্পেন ও পর্তুগাল এবং উত্তর কোরিয়ার দেশ মরক্কো। সব মিলিয়ে, দক্ষিণ আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা, ও প্যারাগুয়ে, অন্যদিকে ইউরোপীয় দেশ স্পেন এবং পর্তুগাল, একইভাবে উত্তর আফ্রিকার মরক্কো মিলিয়ে মোট 6 দেশে আয়োজিত হবে 2030 ফিফা বিশ্বকাপ।
সূত্র বলছে, আগামীকাল অর্থাৎ বুধবার ফিফার আলোচনা সভায় পর্তুগাল, স্পেন এবং মরক্কো এই 3 বিশ্বকাপ আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। তাছাড়াও দক্ষিণ আমেরিকার বাকি 3 দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নামও এদিনই ঘোষণা করা হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
1930 সালে উরুগুয়েতে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর 1982-তে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছিল স্পেন। ফলত, বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে স্পেনের অভিজ্ঞতা রয়েছে। তবে পর্তুগাল এবং মরক্কো 2030 সালে প্রথমবারের জন্য নয়া অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছে।
প্রসঙ্গত, প্রায় চার দশকেরও বেশি সময় পর ফিফা বিশ্বকাপের আয়োজক হতে পেরে অত্যন্ত আনন্দিত স্পেন। ফুটবল প্রিয় দেশটির তরফে জানানো হয়, 42 বছর পর আবারও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছি যখন, আমরা এটাকে স্মরণীয় করে রাখবো। অন্যদিকে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ পাওয়ার ঘটনাকে ঐতিহাসিক বলে মনে করছে রোনাল্ডোর দেশ পর্তুগাল। স্পেনের মতই একই লক্ষ্যের পথিক তারাও। এদিকে উত্তর আফ্রিকার দেশ মরক্কো চায় প্রথম সুযোগেই ইতিহাসের সবচেয়ে সেরা বিশ্বকাপ আয়োজন করতে।