বিক্রম ব্যানার্জী: আসন্ন 2025 চ্যাম্পিয়নস ট্রফি(Champions Trophy 2025) নিয়ে ভারত-পাকিস্তানের(Pakistan) দৈন দ্বন্দ্ব মেটাতে হিমশিম খাচ্ছে আইসিসি। ভারতের(India) পাকিস্তান(Pakistan) সফর বাতিলের পরই পিসিবি সাফ জানিয়ে দিয়েছে ভারতের খেলোয়াড়রা তাদের দেশে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ না করলে ভবিষ্যতে কখনও ভারতের(India) সাথে মাঠে নামবে না পাকিস্তানের ছেলেরা। অন্যদিকে হাইব্রিড মডেলের দাবি করে আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলি স্থানান্তরের সিদ্ধান্তে অনড় বিসিসিআই। এহেন আবহে পাকিস্তানের বিকল্প হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক নিয়ে চিন্তায় আইসিসি।
দুই দেশের মতবিরোধের মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে পারে আইসিসি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এছাড়াও সম্প্রতি প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে পাকিস্তানের বদলে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ হিসেবে ভারতের কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনা বাস্তবায়িত হলে বড়সড় ধাক্কা খাবে পাকিস্তান। কারণ, শেষ বারের মত 1996 সালে আইসিসির কোনও ক্রিকেট ইভেন্ট আয়োজন করেছিল তারা। ফলত, দীর্ঘ সময় ধরে পাক ময়দানে গড়ায়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কোনও ম্যাচ। সেই অপ্রাপ্তি পূরণের জায়গা ছিল চ্যাম্পিয়নস ট্রফি। এবার সেই টুর্নামেন্টটিও অন্য দেশে স্থানান্তরিত হলে আফসোসের সীমা থাকবে না পিসিবির।
দুই দেশের মনমালিন্যের মাঝে ইতিমধ্যেই চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক খোঁজা শুরু করে দিয়েছে আইসিসি। জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি ভারতের দাবি না মানে সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফির আসর পাকিস্তানের মাটি থেকে সরিয়ে শ্রীলংকা অথবা সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসতে পারে আইসিসি। মাঝে পাকিস্তানের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার কথা উঠলেও বর্তমানে সেদেশের মাটিতে 2025 চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট আয়োজনের কোনও সুযোগই নেই বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সম্প্রতি আরও এক ক্রীড়া সংবাদমাধ্যম ভিডিও রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, পাকিস্তান তার সিদ্ধান্তে অটল থাকলে এবং চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেদের সরিয়ে রাখলে টুর্নামেন্টি ভারতে স্থানান্তরিত হতে পারে।