Politics: পালট সিমরান পালট: দল বা জোট বদলু

Published On:

নিসর্গ নির্যাস মাহাতো~ ‘পালট সিমরান, পালট’। সর্বহারা প্রেমিকদের কার্ল মার্কস রাজ- শাহরুখ খান বারবার এই কথা বলে বনেদি বাড়ি ও বুর্জোয়া বাবার থেকে নিজের দিকে টেনেছিলেন সিমরানকে। আর ইন্ডিয়া জোট এখন বারবার বলছে ‘পালট সিমরান পালট’, থুড়ি নীতীশ-নাইডু।

নীতীশের ‘পালট’ নিয়ে প্রতিমুহূর্তে চমক থাকে। ঠিক যেমন গুটি কয়েটজনের থাকে বাবা বা প্রেমিক ছাড়িয়েও নিজে ভালো থুড়ি সুখে থাকার সুবিধা বিচার বুঝে অবস্থান। নাইডু-ও যে কখনও এনডিএ বিরোধী বিচ্ছেদের সুরে গেয়ে ওঠেনি তা তো নয়। তবে আলোচনা পর্বে ‘বাবা’ এনডিএ-র পাশে ছবি ফুটে উঠেছে নীতীশ ও নাইডু’র। বাবার কাছে যেমন নতুন পোশাক-গাড়ির আব্দার থাকে তেমনই আব্দারও আছে।

আরও পড়ুনঃ মানুষের সেবকরা নিশ্চয়ই রক্ত ঝরাবেন না

এদিকে বারবার রাজনীতির কেবিনে কান পাতলে শোনা যাচ্ছিল প্রেমিক ‘ইন্ডি’ ফোনে বলছে, আসবে না?

রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে দেখা গিয়েছে, বিজেপির কোলে ছুটে গিয়েছে অন্যান্য শিবির থেকে বহু নেতা- নেত্রী। তা সে বিজেপি বিরোধী থেকে হোক বা বিজেপি ঘেঁষা থেকে হোক। স্বাভাবিকভাবেই বহু দল হয়েছে প্রায় সাইনবোর্ড, আধা-আধি, সংসারে ভাঙন। আবার গেরুয়া শিবিরে থাকতে পেরে অনেকেই হয়েছেন ‘স্বচ্ছ’। তবে ভোটের ফলাফলই এসব নয় এ বাদেও থাকে ‘কূটনীতি’ চাল। ফলে ঘর- সংসার ভাঙে- ভাঙে সরকার। রাজ্যের দখল নেয় ‘গেরুয়া’। আবার বিজেপির সঙ্গে সৌজন্যতা দেখিয়েও গড় বাঁচাতে ‘ব্যর্থ’ নবীন পট্টনায়েক।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চটালে’ আবার যে কোনও মুহূর্তে সমস্যা ইন্ডিয়া জোটের। প্রসঙ্গত, বিরোধী আসন বেছে নিয়েছে ইন্ডিয়া জোট। আর শাসকের সিংহাসনে ফের মোদি সরকার, থুড়ি এনডিএর শরিক সমর্থনে বিজেপি সরকার। রাজদণ্ড ধরছেন মোদি।

তবে, এরপরেও থাকবে নাইডু ও নীতীশের ‘মাথা চিড়বিড়’ করাতে এনডিএ সরকার পতনের ভয়। টাকা- ক্ষমতা- আইনি মারপ্যাঁচে যে কোনও মুহূর্তে ‘পালট’ খেতে পারে নীতিশ- নাইডুরা।

‘সফল’ হয়েও আপাত ‘ব্যর্থ প্রেমিক’ ইন্ডিয়া আপাতত এনডিএ ‘বাবা- অমরেশ পুরী’-র বিরোধিতা করা বেছে নিলেও কিন্তু দূর থেকে প্রতিধ্বনি শোনা যাচ্ছে ‘পালট সিমরান, পালট’। কাছে টানার এই ‘ম্যান্ডোলিন’ কিন্তু বাজতেই থাকবে।