কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৯ই মে ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : সন্তানের খেলাধুলায় বিশেষ সাফল্য আপনাকে আনন্দিত করবে। কর্মপ্রার্থীরা নতুন উদ্যমে ব্যবসা করার চেষ্টা করুন সাফল্য আসবেই। বয়স্ক ব্যক্তিরা শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন। দূরভ্রমণের ক্ষেত্রে যাত্রা পরিহার করুন। দূর আত্মীয়ের দ্বারা হঠাৎ অর্থলাভ হতে পারে।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : সারাদিন বেশ কিছু উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনাকে ব্যতিব্যস্ত করে রাখবে। অনেক দিক থেকেই সমস্যা আভোগাবে। তবে আর্থিক দিকে কিছু ভালো পাওনা, অর্থ উদ্ধার হবে, ঋণশোধ হবে। অস্ত্রব্যবসা, মুদিখানা, নার্সিংহোমের ব্যবসায়ে কিছু বেশি লাভের যোগ রয়েছে। বহুদূরের কোনও আত্মীয় আজ ফোনে যোগাযোগ করবেন। মনের মধ্যে আধ্যাত্মিক ভাব বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকার জন্য শুভ ফল।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : চাকুরি ক্ষেত্রে নাগালের মধ্যে এসেও কাজটা আটকে যেতে পারে। অতিরিক্ত খরচের সম্ভবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজ নিজেকে গুটিয়ে রাখুন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজ। অর্থনৈতিক দিকে স্বাচ্ছন্দ নাও আসতে পারে। তবে খরচের জন্য অনেক শখ পূরণ ব্যহত হবে। ব্যবসায় সতর্ক দৃষ্টি প্রয়োজন।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : আপনার এখন প্রচুর কাজের চাপ। কিন্তু স্বাস্থ্যকে অবহেলা করা ঠিক হবে না। আর্থিক দিক মজবুত হবে। উপার্জন বৃদ্ধি। ব্যবসায়ীদের জন্য দিনটা শুভ। কোও আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সুখবর মনকে আনন্দ দেবে। আজ ফোনে কোনও বন্ধুর সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার দিন। কর্মক্ষেত্রে শ্রমিক সংক্রান্ত সমস্যা ভোগাবে।
সিংহ/ Leo রাশিফল Rashifal : আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : কাউকে শুধু হাতে অর্থ ধার দিলে ভুগতে হবে। প্রেমের জীবন আজ অতি সুন্দর। স্বামী-স্ত্রীর আনন্দপূর্ণ জীবন। শ্বশুরবাড়ির কারোর শরীর খারাপ নিয়ে একটু চিন্তা থাকবেন। ব্যবসায় আজ আর্থিক লাভ নির্দেশ করছে। ছাত্র-ছাত্রীর দিনটা দারুন। খেলোয়াড়দের শুভদিন। দাঁত বা চোখের সমস্যা ফেলে রাখবেন না।
তুলা/ Libra রাশিফল Rashifal : বিয়ের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থার পথে হাটতে হতে পারে। বাইরের অশান্তি ঘরে না আনার চেষ্টা করুন। আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। রাশির উপরে কেতু ও রাহুর দৃষ্টি থাকার জন্য খরচ বেশি হবে ও নানা সমস্যায় জর্জরিত থাকলেও আর্থিক ব্যাপারে বিশেষ শুভফল লাভ হবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : সমস্ত কাজেই পারিবারিক সদস্যদের সমর্থন আপনার সাথেই থাকবে। কর্মক্ষেত্রে অফিসের বস আজ প্রসন্ন থাকবেন আপনার প্রতি। আর্থিক সঞ্চয়ের যোগ আছে। ভবিষ্যতের জন্য স্বাস্থ্য বীমা বা এলআইসিতে বিনিয়োগ লাভদায়ক হবে। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। মায়ের শরীরটা একটু খারাপ যাবে। প্রেমিক-প্রেমিকার শুভ ফল।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।সন্তানদের বিদ্যাচর্চায় শুভ পরিবর্তন আসতে পারে। লটারি বা ফাটকা থেকে কিছু বাড়তি আয় সপ্তাহের মধ্যভাগে সম্ভব।
মকর/ Capricorn রাশিফল Rashifal : সন্ধ্যায় গৃহে অতিথি সমাগম বা কোনও বন্ধুর বাড়ি বেড়াতে যেতে পারেন। রাজনীতিবিদদের ব্যস্ততা বাড়বে। ডাক্তার বাবুদের মান সম্মান বৃদ্ধি হবে। আপনার মাধ্যমে কারোর বিয়ের যোগাযোগ হতে পারে। প্রেম জীবন অতি সুন্দর। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকবে। ছাত্র-ছাত্রীর অতি শুভ সময়। শত্রু পরাজিত হবে। চর্মরোগ ফেলে রাখবেন না। সন্তান নিয়ে গর্ববোধ।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : অংশীদারির ব্যবসায় অংশীদারির সঙ্গে ব্যবসা সংক্রান্ত মনোমালিন্যে ফল খারাপ দিকে যেতে পারে।কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকলেও আর্থিক পাওনা আদায়ে বিলম্ব হতে পারে। কর্মস্থলে প্রতিকূল পরিবেশের ফলে মানসিক চাপ বাড়বে। নতুন বাহন ক্রয়ের জন্য অর্থের সংস্থান হতে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal : স্বামী স্ত্রীর সাথে ভালই বোঝাপড়া থাকবে। ছাত্র-ছাত্রীর চঞ্চলতায় ক্ষতি। প্রেমে আজ মতভেদ নির্দেশ করছে, একটু ভালোবেসে কথা বলুন। অফিসে ছোটখাটো পদোন্নতির সুযোগ আছে। রাজনীতিবিদদের জন্য আজ শুভ দিন। সন্তানসম্ভবা মহিলারা আজ খুব সাবধানে থাকুন। ভাই বোনের সাথে মতভেদ আপোসে মিটিয়ে নিন।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।