Horoscope: আজকের রাশিফল ৯/১/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৯ই জানুয়ারি ২০২৫।
মেষঃ সংসারের সব ভুল বোঝাবুঝি ভুলে স্ত্রীর সাথে একটি দারুণ দিন কাটাতে পারেন আজ‌। আজ ফাঁকা সময়ে আপনি নিজের সাথে কাটাতে পছন্দ করবেন। পাশাপাশি নিজের ঘর পরিস্কার করতে পারেন আজ।

বৃষঃ অফিসে কোনও শুভ খবর পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। নিজের অধিকার চাওয়ায় অশান্তির আশঙ্কা। ব্যবসায় ক্ষতি হতে পারে। স্ত্রীর বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। দিনের মধ্য ভাগে লাভের আশায় নতুন কর্মে উদ্যোগ।

মিথুনঃ নিজের স্ত্রীর সাথে একটি মধুর দিন কাটাতে পারেন আজ‌। দিনের শেষে আপনি নিজের ফাঁকা সময়ে আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করতে পারেন। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও শেষটায় দারুণ সাফল‍্য পেতে পারেন।

কর্কটঃ শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের কোনও দরকারি কাজের ব্যবস্থা হবে। ব্যবসায় ভাল খবর পাবেন। সঞ্চয় কম হবে। নতুন কোনও কাজের ব্যাপারে মনে একটু ভয় ভাব আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনাতে লাভ হবে। দিনের শেষের দিকে আর্থিক ব্যবস্থা ভাল হবে না।

আরও পড়ুনঃ ৩০০ বছরের প্রাচীন রাজবাড়ি অতিথির অপেক্ষায়, শীতে ঘুরে আসুন ঝাড়গ্রামের চিল্কিগড়

সিংহঃ আজকের দিনে বিশ্রাম করতে পারবেন না। মানসিক দুশ্চিন্তা মুক্ত হতে বাচ্চাদের সঙ্গে সময় কাটান। ফাঁকা সময়ে অবাঞ্ছিত কাজ আপনার সময় নষ্ট করতে পারে। বাচ্চারাই আপনাকে দুশ্চিন্তা কাটাতে সাহায্য করবে।

কন্যাঃ ভাল উদ্দেশ্য পূরণের সময়। অজথা কোনও ঝামেলা থেকে দূরে থাকুন। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। এই সময় ভাল কথা বলবার জন্য বন্ধু মহলে সুনাম পাবেন। সন্তানের বাজে মনভাবের জন্য সংসারে অশান্তি। কিছু দান করবার জন্য আনন্দ বাড়তে পারে।

তুলাঃ বাড়ির কাজ মানসিক চাপ বাড়াবে। যে মানুষের সময় খারাপ যাচ্ছে, তাঁকে সাহায্য করুন। আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। ভালোবাসার মানুষের শারীরিক অসুস্থতার জন্য আপনার অনেক অর্থ ব্যয় হতে পারে।

বৃশ্চিকঃ অফিসে সুনাম বাড়বে। সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন। সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। একটু সাবধানে থাকুন।

ধনুঃ অফিস থেকে ফিরে নিজের পছন্দ মত কাজ করতে পারবেন, অনেকটা শান্তি পাবেন। ভ্রমণের মাধ্যমে আপনি কিছুটা চাপমুক্ত থাকবেন এবং আনন্দে থাকবেন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, নাহলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

মকরঃ বাড়িতে আনন্দের খবর আসতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। এই সময় বাড়িতে কিছু শুভ পরিবর্তন আসতে পারে। প্রেমের জন্য নতুন কিছু চিন্তা ভাবনা। ব্যবসায় শত্রুর জন্য কিছু ক্ষতি হতে পারে।

কুম্ভঃ নিজের স্ত্রীর সাথে একটি দারুণ দিন কাটাতে পারেন আজ‌। কর্মক্ষেত্রে কাজের তদন্ত করতে গিয়ে কোনো ভুল করে ফেলবেন না, নয়তো এর ক্ষতিপূরণ দিতে হতে পারে। আজ বাড়ির লোকজনের সঙ্গে অযথা বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

মীনঃ ব্যবসায় লাভের খবর আসতে পারে। প্রেমে বিবাদের আশঙ্কা। প্রিয় জনের কাছ থেকে অপমানিত হতে পারেন। অপরের ধন প্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে আপস নিয়ে কথা হতে পারে। বিয়ের ব্যাপারে আলোচনা। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।