কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৮ই এপ্রিল ২০২৫।
মেষ : প্রতিবেশীর কাছে আজ খুব ভাল জনপ্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল । নতুন কোনও বন্ধুর সাহায্য় পেতে পারেন। ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে পারে । রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না । আজ সাধু সঙ্গে থাকতে পারবেন। নিজেদের কোনও লোক শত্রুতা করতে পারে। বাড়িতে কোনও অতিথি আসার যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ বাধতে পারে।

বৃষ : সকাল থেকে ভাইয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে। আজকের দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন।মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।
মিথুন : আজ কোনও কারণে কিছু অর্থ হাতে আসতে পারে। আজ উচ্চব্যক্তির ভাল সাহায্য পেতে পারেন। ব্যবসার দিকে কোনও বাধার জন্য মাথা গরম হতে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বাহিরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে।
কর্কট : আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে সাফল্য থাকবে।
সিংহ : আজ কোনও কাজে বিপদের ঝুঁকি হতে পারে।প্রেমের ব্যপারে হতাশা আসতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি হতে পারে। বন্ধুমহলে কোনও বিবাদ হতে পারে। আজ সকাল দিকে বাজে কিছু ঘটতে পারে। ধর্ম ব্যপারে কোনও খরচ হতে পারে। ব্যবসার দিকে একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে। বন্ধু নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে।
কন্যা : আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন।মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে।
তুলা : একটু অপেক্ষা করুণ ভাল সময় আসছে। শরীরের দিকে কোনও কষ্ট আজ পেতে পারেন। ব্যবসার দিকে কিছু শুভ পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের জন্য কোনও চিন্তা বৃদ্ধির আশঙ্কা। আজ প্রিয়জনের উপর ঘৃনা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে। অর্থ ব্যপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যপারে আনন্দ বৃদ্ধি হতে পারে।
বৃশ্চিক : আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। কোনও বাহিরের বিবাদ বাড়িতে আসতে পারে। ব্যবসার ব্যপারে কোনও চিন্তা হতে পারে। রক্তচাপ বৃদ্ধি হতে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। পিতার কোনও সম্পতি লাভ হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা বাড়তে পারে। অপরের কোনও শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে।
ধনু : আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। সকাল থেকে মানসিক অবসাদ আসতে পারে।
মকর : ব্যবসার জন্য চিন্তা ভাবনা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে । ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।
কুম্ভ : প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। চুরি হতে পারে বা অর্থের অপচয় হতে পারে। জলপথে কোথাও না যাওয়াই ভাল হবে।নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ কারও জন্য কিছু করে মনে আনন্দ।
মীন : কাজের ক্ষমতা একটু কমতে পারে আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পরার একটা সম্ভাবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোর ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অথিতি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত হতে পারে। মায়ের শরীরের ব্যপারে কোনও খরচ হতে পারে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।