কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৭ই মার্চ ২০২৫।
মেষঃ দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। আর্থিক দুঃশ্চিন্তা কমে যাবে। হোটেল ও রেস্তোরা ব্যবসায় সফল হতে পারবেন। আজ কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন।

বৃষঃ বন্ধু সমাগমে উৎফুল্লতা বৃদ্ধি। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন।আপনার মন্তব্যের জন্য অশান্তি বাড়তে পারে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে।
মিথুনঃ জাতক জাতিকার দিনটি বকেয়া টাকা আসার। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোন ও বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজের জন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।
কর্কটঃ কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ। সজ্জন ব্যক্তিদের সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ।
সিংহঃ জাতক জাতিকার দিনটি আয় রোজগার বৃদ্ধির। কর্মস্থলে সফল হতে পারবেন। প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাবেন। সরকারি চাকুরেদের আয় রোজগার বৃদ্ধিতে পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন।
কন্যাঃ উত্ফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে।আজ সকাল থেকে খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি ঘটতে পারে।
তুলাঃ কাজে আশাতিত সফলতার আশা করতে পারেন। জীবীকার জন্য সকল বাধা কেটে যাবে। শিক্ষা ক্ষেত্রে আবার পূণরায় আরম্ভর যোগ। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হবেন। পেতে পারেন শিক্ষকের ভালোবাসা।
বৃশ্চিকঃ মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে।
ধনুঃ জাতক জাতিকার দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। অবিবাহিতদের বিবাহের আলোচনায় অগ্রগতির আশা। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। জীবন সাথীর ভাগ্য উন্নতির সুযোগ আসতে পারে। পূণরায় অসমাপ্ত পড়াশোনা আরম্ভ করতে পারেন। ব্যবসায়ীক লেনদেন বৃদ্ধি পাবে।
মকরঃ আজ নতুন কাজের প্রস্তাব আসতে পারে, তাড়াহুড়োয় সেরাটা বাছতে ভুল করবেন না। আজ কাউকে কটূ কথা বলবেন না, বিনিয়োগ ভবিষ্যতে ফলদায়ক হতে পারে।
কুম্ভঃ জাতক জাতিকার সহকর্মী বিরোধ ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে। আর্থিক ক্ষেত্রে কর্মচারীদের সাহায্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। কর্মস্থলে পেতে পারেন নতুন কোনো দায়িত্ব।
মীনঃ আজ স্বাস্থ্যগত কারণে কাজে বাধা পড়বে, নিজের যত্ন নেওয়া আবশ্যক। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলা-ই আজকের দিনটির মূল মন্ত্র।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।