কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৭ই জানুয়ারি ২০২৫।
মেষঃ আজ হালকা মেজাজ গরম হতে পারে। উদ্যমী বা অস্থির বোধ করতে পারেন। মাথা ঠান্ডা রাখুন। কোনও কাজে সহজেই মনোনিবেশ করতে পারবেন ৷ বন্ধুদের সঙ্গে মজায় জীবন কাটান। প্রেমে সাফল্য আসবে।
বৃষঃ আজ যে কোনও অশান্তি থেকে দূরে থাকুন। প্রিয়জনের কাছে থেকে আঘাত আসতে পারে। কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। পেটের কষ্ট বৃদ্ধি। ব্যবসা ভাল যেতে পারে। কিছু উপহার পাওয়ায় আনন্দ।
মিথুনঃ কর্মজীবন ভালোই কাটবে। আজকের দিনটা পরিবারের সদস্যদের ভালোমন্দ চিন্তায় কাটতে পারে৷ ব্যবস্যায়ীরা লাভের আশা করবেন না৷ দিনের শেষভাগটা আনন্দে কাটাতে পারবেন। বন্ধুদের সঙ্গে মজায় কাটবে। প্রেমে আপনি সফল হবেন।
কর্কটঃ সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। গান-বাজনার জন্য দিনটি ভাল। আজ বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। পূজাপাঠের জন্য খরচ। বন্ধুর ব্যাপারে চিন্তা বাড়তে পারে।
সিংহঃ ভালো কিছুর আসায় দিনটা কাটতে পারেন৷ চটজলদি জটিল সমস্যার সমাধান করতে পারবেন। অতিরিক্ত কথা না বলে চেষ্টা করতে পারেন প্রয়োজনে কথা বলতে৷ অকারণে অতিরিক্ত কাজের চাপ নেবেন না। সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন।
কন্যাঃ সন্তানের কোনও কাজের জন্য মনে শান্তি। পাওনা আদায় হওয়ায় আনন্দ। স্ত্রীর জন্য মানসিক দিক থেকে শান্তি পাবেন না। বাইরের কোনও লোকের জন্য খরচ বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় চাপ বৃদ্ধি।
তুলাঃ আজ আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন৷ আবেগ আপনার সাফল্যের পথে বাধা হয়ে উঠতে পারে। প্রেমের দিক থেকে নিজে থেকে নতুন কিছু করার উদ্যোগ নিন৷ সুবিধাবাদী লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন৷
আরও পড়ুনঃ মাঠ জুড়ে হলুদ আগুন! ফুলের সমারোহ খড়গপুরের বড়কলায় গাঁদা ও সরিষা ক্ষেতে
বৃশ্চিকঃ বাজে খরচ হতে পারে। সংসারে অতিথি নিয়ে চিন্তা। নতুন কোনও প্রস্তাব আসার সম্ভাবনা। প্রেমের ব্যপারে ভাল সুযোগ। পেটের সমস্যা বাড়তে পারে।বিনা কারনে অপমানিত হওয়ার সম্ভাবনা। ভাল বন্ধু আজ চিনতে পারবেন।
ধনুঃ শরীর মোটামুটি ভালোই থাকবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন। হাসিখুশি এবং আনন্দে কাটতে পারে দিনটি। প্রেমে নতুন কিছু ঘটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
মকরঃ একটু অপেক্ষা করুন, ভাল সময় পাবেন আজ। অর্থ ক্ষতি হতে পারে। শরীরের দিকে অসুবিধা থাকবে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা বৃদ্ধি। প্রেমের ব্যপারে একাকীত্ব আসতে পারে।
কুম্ভঃ অনেকদিন ধরে থেমে থাকা কাজ সফল হবে। সৃজনশীলদের জন্য দিনটি খুবই শুভ। সাফল্য আসবে খুব শীঘ্রই। অর্থও আসবে অনেক। প্রেমে সফল হলেও অন্ধবিশ্বাসী হবেন না।
মীনঃ প্রেমের ক্ষেত্রে কোনও অশান্তির জন্য সাবধান থাকুন।আজ একটু বুঝে বন্ধুর সঙ্গে চলুন, বিরাট বিবাদ বাধতে পারে। কোনও কাজে আজ সুনাম পাবেন। সাধুসেবার জন্য মনে আনন্দ বৃদ্ধি।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।