Horoscope: আজকের রাশিফল ৬/৪/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৬ই এপ্রিল ২০২৫।
মেষঃ পরিবারের সদস্য হোক বা পরিচিত বন্ধু বান্ধব, আপনার সব সামাজিক যোগাযোগের জায়গাগুলো এক্সপ্লোর করুন আজ থেকেই। মানুষের সঙ্গে কথা বলুন। ভাগ্য আপনার ওপর রীতিমতো প্রসন্ন। আনন্দে থাকবেন আপনি।

বৃষঃ গুরুত্বপূর্ণ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কোনও কাজের জন্য ঋণ নিতে হলে কিছুটা অপেক্ষা করুন। অনাবশ্যক জিনিসপত্রে কিনে অর্থের অপচয় ভবিষ্যতের পক্ষে সমস্যার কারণ হতে পারে। ব্যবসায়ীদের পক্ষে দিনটি লাভজনক।

মিথুনঃ বাড়তি কোনও খরচের জন্য ধার নিতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গেই ব্যক্তিত্বের সংঘাত হতে পারে। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।

কর্কটঃ খাওয়াদাওয়া নিয়ে সতর্ক থাকুন। মাত্রাতিরিক্ত খাওয়াদাওয়া সমস্যার কারণ হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে গড়ে ওঠা বিবাদ দ্রুত বসে নিষ্পত্তি করুন। পরিবারের সঙ্গে হঠাৎ করেই ভ্রমণে যেতে হতে পারে। বাড়িতে সম্মান মিলবে।

সিংহঃ দিন ভালো কাটবে। যাত্রার পরিকল্পনা করতে পারেন। চাকরিজীবীরা কাজের কারণে ভিন শহরে যেতে পারেন। সম্মান-প্রতিষ্ঠা বাড়বে। আর্থিক সমস্যার সমাধান খুঁজে পাবেন। অধিক ব্যয় করবেন না। আর্থিক লাভ হবে। ব্যবসা ভালো চলবে।

কন্যাঃ বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা প্রয়োজন। পরিবারের সুখ-সুবিধা বাড়বে। তবে কোনও কিছু কেনার ব্যাপারে সবাই মিলে বসে পরামর্শ করলে ভালো ফল মিলবে।

তুলাঃ কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। আয় ভালো চলবে। ঝুঁকি নেবেন না। পড়ুয়াদের লাভ হবে। পারিবারিক দায়িত্ব লাভ করবেন। নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। অসহায়দের সাহায্য করবেন।

বৃশ্চিকঃ আজ কর্মদক্ষতায় বসের মন প্রসন্ন করতে পারেন। সেইসঙ্গে নতুন কোনও দায়িত্বও পেতে পারেন। সব্জির ব্যবসায়ীদের লোকসান সম্পর্কে সতর্ক থাকতে হবে। রক্তচাপ নিয়েও এই রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।

ধনুঃ আপনার পরামর্শে কিছু ব্যক্তির লাভ হতে পারে। জীবনসঙ্গীর পরামর্শ অনুযায়ী কাজ করুন। আত্মীয়দের সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। আটকে থাকা কাজ পূর্ণ হতে পারে।

মকরঃ পড়াশোনায় মনোনিবেশ করুন। স্বাস্থ্যের দিক থেকে সবকিছু ঠিকঠাক থাকবে। সানন্দে পছন্দের খাবার-দাবারের স্বাদ নিতে পারেন। দাদা ও তাঁর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলে অবশ্যই তা করতে হবে। এতে ভালো কিছু ফল মিলতে পারে।

কুম্ভঃ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। স্বাস্থ্য ভালো থাকবে। ভাগ্যের সঙ্গ পাবেন কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অপ্রয়োজনীয় কাজে অধিক ব্যয় হবে। কোনও বিবাদে অংশগ্রহণ করবেন না। আলস্য ত্যাগ করুন।

মীনঃ সব ঘটনার জীবনে কোনও ব্যাখ্যা হয় না। তেমন কিছু ঘটলে আজ কারণ খুঁজবেন না, শুধু উপভোগ করুন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।