কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৬ই জানুয়ারি ২০২৫।
মেষঃ অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। খুব কাছের কারও ভাল খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি মিলবে। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে।
বৃষঃ চেনা জানা মানুষদের মাধ্যমে নতুন কাজের সন্ধান পাবেন। আজকের দিনে এই রাশির জাতকরা তাদের স্ত্রীয়ের কাছে কিছু চেয়ে, না পাওয়ায় মনে আঘাত পেতে পারেন। বাবা মায়ের শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলবে।
মিথুনঃ অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ হতে পারে। অপ্রত্যাশিত দায়বদ্ধতা আপনার অতিরিক্ত পরিকল্পনাকে ব্যাহত করবে- আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন, নিজের জন্য কম। আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির কাছ থেকে একটি উপহার পেতে পারেন।
কর্কটঃ সামাজিক অনুষ্ঠানে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তুলুন। নিজের কোন সমস্যার বিষয়ে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলুন। ধ্যান এবং শরীর চর্চা অত্যন্ত ভালো একটি কাজ। সারাদিন ধরে আর্থিক লেনদেন চলার পরও দিনের শেষে অনেক অর্থ সঞ্চয় করতে পারবেন।
সিংহঃ অতীত প্রচেষ্টা থেকে আসা আপনার প্রত্যয় শক্তি তুলবে। আপনার অর্থ সামনে অগ্রসর হচ্ছে সেদিকে আপনার নজর রাখা প্রয়োজন, অন্যথায় আপনি সামনের দিকে যেতে পারেন। মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারে। আপনার কর্মমূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগী প্রচার জয় করতে পারবেন।
কন্যাঃ কাজের জায়গায় অন্যদের সমর্থন আপনাকে সাহসি করে তুলবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থ থাকবে। আজ এই রাশির বেশকিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর হবে। আজকের দিনে আপনি বুঝতে পারবেন, বাড়ির লোকেদের আপনি সময় দিতে পারছেন না।
তুলাঃ অংশীদারি ব্যবসায় সাফল্য মিলতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক কষ্ট। এই সপ্তাহে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।
বৃশ্চিকঃ অর্থ সমস্যা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ বাঁধতে পারে। দিনের শুরুতেই অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে সকলের থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন। পরিবারের সকলকে অর্থ সঞ্চয়ের বিষয়ে পরামর্শ দেওয়া উচিত।
ধনুঃ কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। বেশি উঁচু জায়গায় উঠবেন না। আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলচনা বন্ধ রাখাই ভাল। সপ্তাহের মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে।
আরও পড়ুনঃ প্রাণায়াম, যোগাসন কোর্স বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, শুরু ভর্তি
মকরঃ দীর্ঘ সময়ের পর আজকের দিনে কারো থেকে প্রশংসা পেতে পারেন। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকবে। বিবাহিত জীবন সুখের হবে। আজকের দিনে কাউকে ঋণ দিলে, পরিশোধের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
কুম্ভঃ পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে। সন্তানদের নিয়ে নাজেহাল হতে পারেন। পেটের সমস্যায় ভ্রমণে বাধা আসতে পারে। ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে।
মীনঃ অনেক দিন ধরে ভেবে রাখ কাজ, ফাঁকা সময়ে শেষ করুন। শরীরকে সুস্থ রাখতে খাওয়া দাওয়া এবং ব্যায়ামের দিকে খেয়াল রাখুন। বিবাহিত জীবন সুখের হবে। আপনার একঘেয়ে জীবনে বন্ধুরা এবং আপনার স্ত্রী একরাশ খুশির মুহূর্ত তৈরি করবে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।