Horoscope: আজকের রাশিফল ৫/৩/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৫ই মার্চ ২০২৫।
মেষঃ কারও সঙ্গে লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করুন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। কোনও কারণে অবসাদে ভুগবেন। বিরোধীদের থেকে সাবধান থাকুন, তারা আপনার ক্ষতি করতে পারে।

বৃষঃ কর্মক্ষেত্রে আজ কাজের চাপ খুব একটা থাকবে না, পরিবারের সঙ্গে সময় কাটানোর অনেক মুহূর্ত তৈরি হবে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন, যে কোনও ছোটখাটো ভুলও ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে।

মিথুনঃ আত্মীয়দের সঙ্গে দেখা হবে। পারিবারিক দায়িত্বের আধিক্য থাকবে। ব্যবসায় উন্নতি হবে। স্বাস্থ্যোন্নতি হবে। যাত্রায় যেতে পারেন। খাওয়া-দাওয়ার যত্ন নিন। দিন ভালো কাটবে।

কর্কটঃ পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান। শারীরিক অসুস্থতার কারণে কাজে বাঁধা আসবে। চেয়েও ভালোবাসার মানুষকে আজকের দিনে একটুও সময় দিতে পারবেন না। ভাই বোনদের আর্থিক সাহায্য করে, নিজেই সমস্যায় পড়তে পারেন।

সিংহঃ দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যবসায় উন্নতি হবে। অফিসে জরুরি সংবাদ পেতে পারেন। ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন। বাড়ির বয়স্ক সদস্যের স্বাস্থ্য চিন্তা থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন।

কন্যাঃ ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলে, সুন্দর একটা কিছু প্ল্যান করুন। সবকিছুকে বাদ দিয়ে শরীরের যত্ন নিন। পরিবারের সদস্যরা আপনার পাশে থেকে আপনার থেকে সাহায্য চাইবে। অর্থ সঞ্চয়ের বিষয়ে পিতা মাতার পরামর্শ নিন।

তুলাঃ তাড়াহুড়োয় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। ছাত্র-ছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে। যুবক-যুবতিরা সাফল্য লাভ করবেন। কারও কথায় সমস্যা হতে পারে। পারিবারিক কাজ বেশি থাকবে। অধিকাংশ কাজ পূর্ণ হবে। আত্মীয়দের তরফে সুসংবাদ পাবেন।

বৃশ্চিকঃ পরিবারের সকলের সঙ্গে মিলে মিশে থাকলে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বাচ্চাদের কৃতিত্ব আনন্দ দেবে। বিবাহি জীবন সুন্দর হবে আজকে। বুঝে শুনে অর্থ ব্যয় করুন।

ধনুঃ আজ কোনও নতুন জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সর্বত্রই মধ্যমণি হবেন আপনি, সবার নজর থাকবে আপনার দিকে।

মকরঃ আজকের দিনে নিজের জন্য সময় নাও পেতে পারেন। সন্ধ্যায় বন্ধুর বাড়িতে পার্টিতে আপনাকে নিমন্ত্রণ জানাবে। আজকে ভালোবাসার আনন্দে ভেসে যাওয়ার দিন। নিজের ব্যবসার কথা অন্যের সঙ্গে শেয়ার না করাই মঙ্গলের।

কুম্ভঃ কেরিয়ার, পরিবার- সব দিক থেকেই অনেক দিন হল পরিশ্রম করতে হচ্ছে, তাই আজ স্ট্রেস রিলিফের দিকে মন দিন। রোম্যান্টিক সম্পর্কের ভিত মজবুত হবে আজ।

মীনঃ সকালের দিকটা আলস্যে কাটলেও বেলা থেকে এক পছন্দসই প্রোজেক্টের কাজ শুরু হয়ে যাবে, আপনিও নিজের পূর্ণ উদ্যমে ফিরবেন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।