Horoscope: আজকের রাশিফল ৫/২/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৫ই ফেব্রুয়ারি ২০২৫।
মেষঃ সুযোগগুলো চ্যালেঞ্জ হয়ে সামনে আসতে পারে, ধৈর্য ধরুন। এই অদ্ভুদ সময়গুলোই আপনার জীবনে নতুন মোড় আনত পারে। সমস্যার সঙ্গে মোকাবিলা করুন, ভয়ে পেয়ে পালিয়ে যাবেন না।

বৃষঃ কোনও অনুষ্ঠানে বহুদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। বাচ্চাদের সমস্যা দূর হবে। অবসাদগ্রস্ত হবেন না। আত্মীয়দের তরফে নতুন তথ্য পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।

মিথুনঃ আপনার সময়টা কিছুটা কঠিন যাচ্ছে। তবে শুরুটা হিসাব করলে অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে আপনার পরিস্থিতি। এ ক্ষেত্রে কারণটা অবশ্যই আপনার বাড়ি। আপনি যাঁদের সঙ্গে রয়েছেন তাঁদের কথা শুনুন, পরিস্থিতির বদল আসবে।

কর্কটঃ অফিসের দায়িত্ব ভালোভাবে পূর্ণ করবেন। সামান্য পরিবর্তনের প্রত্যাশায় থাকবেন। ব্যবসায়ীরা বিরোধীদের প্রতি সতর্ক থাকুন, কারণ তারা আপনার ক্ষতিসাধন করতে পারেন। কারও সঙ্গে মতভেদ হতে পারে। ঋণের টাকা ফিরে পাবেন।

সিংহঃ আজ কোনো মতামত পেশ করতে যাবেন না যেচে। ঝগড়াঝাটি এড়িয়ে যাবেন।শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে।নিজের চেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন আজ। হজমের গন্ডগোল হতে পারে।

আরও পড়ুনঃ থিম মহাভারত, সরস্বতী পুজোয় জমজমাট মেদিনীপুর

কন্যাঃ ব্যক্তিগত কথা সকলের সঙ্গে শেয়ার করবেন না। বন্ধুদের সহযোগিতা পাবেন। কর্মস্থলে সুখবর লাভ করবেন। অতীতের সঞ্চয় প্রকল্প থেকে ভালো লাভ হবে।

তুলাঃ উন্নতি সুযোগ আজকে আপনার দোরগড়ায়। অনেক দিনে কাল ঘাম এক করা কাজের দাম পেতে পারেন আজকে। তবে দেখবেন আজ কিন্ত অকারণে ক্ষতিপুরণ দিতে হতে পারে, তাই টিকিট কেটে ট্রেনে উঠুন বা হেলমেট পড়ে আইন মেনে গাড়ি চালান।

বৃশ্চিকঃ কাজ ভালো চলবে। নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। অচেনা ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। অহেতুক কোনও বিবাদে জড়াবেন না।

ধনুঃ সামাজিক সঙ্গ আপনাকে আরও সমৃদ্ধ করবে। টাকাপয়সা সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়ার সময় এসে গেছে। প্রয়োজনে কাছের কারও সঙ্গে এ বিষয়ে আলোচনা করে নিন।

মকরঃ গঠনমূলক কাজের জন্য উন্নতি। প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা। শেয়ারে লগ্নি না করাই ভাল। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। অর্থের আগমন খুব ভালই থাকবে।

কুম্ভঃ হাসি মজাতেই দিব্য কেটে যাবে আপনার দিন। আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন। প্রয়োজনে কিছুটা সময় নিন, ভাবুন।

মীনঃ নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় খরচ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।