Horoscope: আজকের রাশিফল ৫/১২/২০২৪

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৫ই ডিসেম্বর ২০২৪।
মেষঃ একাধিক সমস্যার মোকাবিলা করতে হবে তাই প্রস্তুত থাকুন৷ পারিবারিক ও প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সাবধান৷ বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা৷ কর্মক্ষেত্রে সমস্যা হবে৷ এ দিনটা বেশ চড়াই উতরাই এর মধ্য দিয়ে যাবে৷

বৃষঃ কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালো করে বিচার করুন৷ যেহেতু এই দিনটা আপনার জন্য শুভ নয়, বড় কোন আথির্ক বিনিয়োগ না করাই ভালো৷ আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন, তাই সাবধান৷অফিসে কাজের চাপ, বাড়িতে সাংসারিক দায়িত্ব-এই নিয়ে ব্যস্ততায় কাটবে।

মিথুনঃ প্রেমের সম্পর্কে অহেতুক ভুল বোঝাবুঝির আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তর কারণে প্রতারিত হওয়ার যোগ প্রবল। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। টাকা খরচ না করাই ভালো। সৃজনশীল কাজে সাফল্য আসবে।

কর্কটঃ দিনটি খুব একটা ভালো যাবে না। আয় রোজগার নিয়ে ভয় দেখা দেবে। কর্মস্থলে কোনও সহকর্মীর আচরণে বিরক্ত হতে পারেন। অধিনস্থ কর্মচারীদের সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। অসুস্থদের একটু সতর্ক থাকতে হবে। কাজের লোকের দ্বারা ক্ষতি হতে পারে।

সিংহঃ কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

কন্যাঃ আজ আপনি কাছের বন্ধুর সহযোগিতা পাবেন। আজ আপনি কোন ভুলের খেসারত দিবেন। আজ প্রেম শুভ এ কথা নিশ্চিত করে বলা যেতে পারে। নিকটজন বিরোধীতা করতে পারে।

তুলাঃ সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

আরও পড়ুনঃ Kharagpur IIT Placement: রেকর্ড বেতনে চাকরি পেলেন আইআইটি খড়গপুরের পড়ুয়ারা, টাকার অঙ্ক আকাশছোঁয়া

বৃশ্চিকঃ যে কাজেই হাত দেবেন সাফল্য আসবে৷ ব্যবসায় বা আথির্ক ক্ষেত্রে উন্নতি, রোজগার বৃদ্ধি যা থেকে সঞ্চয় বাড়বে৷ নিজের দক্ষতার উপর আস্থা রাখুন তবে অতি আত্মবিশ্বাসী হওয়া এড়িয়ে চলুন৷ বিনিয়োগের ভাল সময় নয়।

ধনুঃ অতিরিক্ত অর্থ আয়ের সুযোগ আসবে। বকেয়া টাকা পয়সা আদায়ে তাগাদা দিন। ব্যবসায়ীদের নতুন ব্যবসায়ীক যোগাযোগে সাফল্য আসবে। আর্থিক উন্নতিতে বন্ধুর সাহায্য পাবেন। বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।

মকরঃ কর্মক্ষেত্রে সফল হবেন। সন্তানের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। জাতিকারা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে পারিবারের সমস্যার সমাধান করতে পারেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

কুম্ভঃ দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে সাফল্য পাবেন। চাকরি সংক্রান্ত কোনও পরীক্ষায় সুফল আশা করতে পারেন। পদস্থ কর্মকর্তার সাথে দূরের যাত্রার যোগ প্রবল। প্রভাবশালী কোনও ব্যক্তির সাহায্যে আপনার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাফল্য আসবে। টাকা পাওয়ার সম্ভনা তেমন নেই।

মীনঃ পরিবার, প্রেম, কেরিয়ার, স্বাস্থ্য, অর্থ বিষয়ে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে, না হলে সমস্যার সম্ভাবনা৷রোজগার বাড়বে, তাই সঞ্চয়ের সম্ভাবনা৷স্বাস্থ্য নিয়ে সচেতন হন৷ ছাত্রদের ক্ষেত্রে পড়াশুনা সংক্রান্ত বিষয় নির্বাচনের ভালো সময়৷

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।