Horoscope: আজ শুভ দিন হতে চলেছে কোন কোন রাশির?দেখুন রাশিফল

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৫ই জানুয়ারি ২০২৫।
মেষঃ আজ নিজেকে উৎসাহে ভরপুর রাখতে হবে। এ জন্য নিজেকেই অনুপ্রাণিত রাখতে হবে। এ জন্য কোনও অনুপ্রেরণামূলক ভিডিও বা বই পড়া লাভজনক হতে পারে। শরীরিক অসুস্থতা থেকে কিছুটা মুক্তি পাবেন।আচমকা খরচ বাড়তে পারে। একাধিক উপায়ে অর্থ আসতে পারে। সন্তানের পড়াশুনাতে উদ্বেগের অবসান।

বৃষঃ অর্থ প্রাপ্তির যোগ শুভ। পাওনা অর্থ উদ্ধার। ব্যবসায় লাভ। রাজনীতিতে মান সম্মান বৃদ্ধি। যানবাহন কেনার বা বুকিং করার দিন। বাবার থেকে আজ উপহার প্রাপ্তি। গুরুজনদের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকবে।

মিথুনঃ আজ কাজেকর্মে মিশ্র ফল পাওয়া যাবে। দামি জিনিস ও কাগজপত্র সাবধানে রাখুন। অনেকদিন পরে আজ ভাল বন্ধু ও ভাল কর্মের সুযোগ পেতে পারেন। গুরুজনের সঙ্গে তর্কে যাবেন না। ব্যবসায়ীদের বিতর্কিত বিষয় থেকে দূরে থাকতে হবে। চাকরি ক্ষেত্রে কাজের চাপ আরও বাড়বে।

কর্কটঃ আপনার দলেই আপনাকে ক্ষতি করার লোক আছে। অবিবাহিতদের বিবাহেরর সম্বন্ধে আসতে পারে, যদিও সেটা মনের মত হয় তো হবে না। প্রেমেও ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। একটু সাবধানে থাকুন। রাত্রের দিকে একটা শুভ সংবাদে মনটা একটু শান্ত হবে।

সিংহঃ আজ আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। দেনা বা ধার শোধের সঠিক সময়।কাজকর্মে সবসময় আপডেট রাখুন। খুব সাবধানে থাকুন সন্মান নিয়ে টানাটানি হতে পারে। বিবাহিত জীবনে অনেক দিন পরে একটু শান্তি পেতে পারেন। পরোপকার করতে গিয়ে দুঃখ পেতে হবে। আধ্যত্মিক পথে শান্তি।স্বাস্থ্যের পরিস্থিতি আজ ভালো থাকবে।

কন্যাঃ পরিশ্রম বৃদ্ধি হবে। মনে একাধিক চিন্তা ঘুরপাক খাচ্ছে। চঞ্চলতার জন্য ছাত্র-ছাত্রীর ক্ষতির আশঙ্কা। প্রেম খুব শুভ নয় আজ। লোহার ব্যবসা ও কাঠের আসবাবপত্রের ব্যবসায়ীরা কিছু অতিরিক্ত লাভ করতে পারবেন।

তুলাঃ বকেয়া কাজ শেষ করে ফেলুন। ভবিষ্যত পরিকল্পনার জন্য সঞ্চয় বৃদ্ধির প্রয়োজন। মানসিক চিন্তা থেকে মুক্তির সম্ভাবনা।কাজকর্মে পরিশ্রমের সঙ্গে ধৈর্য্যও অবলম্বন করতে হবে। শত্রুর জন্য ব্যবসায় একটু পিছিয়ে পড়তে পারেন। অকারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তন।

আরও পড়ুনঃ পুরুলিয়ার কাছে দার্জিলিং পরাস্ত! ঠান্ডার ঠান্ডা-লড়াই জোরকদমে

বৃশ্চিকঃ আত্মীয় মহলে মান সম্মান বৃদ্ধি। পাওনা অর্থ উদ্ধার। সন্তান নিয়ে গর্ববোধ করবেন। ছাত্র-ছাত্রীর পরীক্ষায় সাফল্য। যে আপনার সাথে শত্রুতা করবে, তার পরাজয় নিশ্চিত।

ধনুঃ আজ ব্যবহার ও কথাবার্তায় রাগ- কটূ বাক্য প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। নাহলে বাড়িতে আত্মীয়ের সঙ্গেও বিরোধ হতে পারে। আপনার হাত থেকে কিছু দ্রব্য নষ্ট হতে পারে। ব্যবসায় পাশের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমে নতুন আনন্দ। সংসারে সহযোগিতা বাড়বে।

মকরঃ আপনার নিজের গুণে অফিসের বস প্রসন্ন থাকবেন আর কর্মে উন্নতি আশা করা যাচ্ছে। বন্ধুদের সাথে একটু আড্ডার সুযোগ পাবেন। বিকালের দিকে ছাত্র-ছাত্রীর শুভ ফল। ব্যবসায় সফল হবেন। প্রেমিক প্রেমিকার শুভদিন। মোবাইল কানে লাগিয়ে রাস্তা পারাপার করবেন না।

কুম্ভঃ আজকের দিনটি আপনার ক্ষেত্রে মিশ্র। ধৈর্য্য সহকারে কাজের দিকে মনোনিবেশ করুন। প্রেমের জন্য মানসিক অশান্তি বাড়তে পারে। কর্মস্থলে মন বিষণ্ণতায় ভরা থাকবে। শত্রুর জন্য পুলিশের সাহায্য নিতে হতে পারে। বয়স্কদের যন্ত নিতে ভুলবেন না।

মীনঃ আর্থিক দিক ভালোই। বিভিন্ন সূত্র থেকে অর্থপ্রাপ্তি, পাওনা অর্থ উদ্ধার। স্বামী-স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হলেও রাত্রের দিকে ঠিক হয়ে যাবে। সত্য কথা বলায় সামাজিক সম্মান বৃদ্ধি। ছাত্র-ছাত্রী ভালো ফল আশা করছি। প্রেমিক-প্রেমিকার শুভ ফল। ব্যবসায়ীদের ভালোই যাবে আজকের দিনটি।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।