কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৩ই মে ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : পারিবারিক জীবনে মিশ্র প্রভাব থাকবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। তবে মঙ্গলের প্রভাবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সৃজনশীলদের জন্য আজকের দিনটি বেশ ভালো কাটবে। চমৎকার বন্ধু তৈরি হবে।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : সারাদিন প্রচুর কাজের ব্যস্ততার মধ্যে কাটবে। দিনের শেষে স্ট্রেস কাটাতে হালকা গান শোনা কিংবা যোগা করতে পারেন। সারাদিন মেজাজ ভালো থাকবে। আজ অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে কাটবে। কোনও কিছুতে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। তবে কাজ থেকে মন সরালে চলবে না।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আপনি আজ আরও বেশি উৎসাহিত এবং ইতিবাচক হয়ে উঠবেন। কাজে বাধা সৃষ্টির ফলে আয়ের গতিও কমবে। রাহুর কিছুটা প্রভাব থাকায় ভুল হতে পারে এবং নিজের সিদ্ধান্তে বারবার পরিবর্তন আসতে পারে। আর্থিক জীবনে মিশ্র প্রভাব থাকবে।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজকের সারাদিনটা একেবারে সাদামাটাভাবে কাটবে। তবে খারাপ কিছুর সম্ভাবনা নেই। নিজের কাজে মন দিন আর আগামী ভালো হওয়ার অপেক্ষা করুন।
সিংহ/ Leo রাশিফল Rashifal : ভাল মন্দ মিশিয়ে কাটবে আপনার দিন। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বুদ্ধি করে করতে হবে। পারিবারিক দিকে সুখ, শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও স্বার্থ সিদ্ধি হতে পারে। ব্যবসায় খুব ভাল খবর পাবেন।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : নিজেকে সময় দিন। নিজের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। কাজে মন দেওয়ার চেষ্টা করুন।
তুলা/ Libra রাশিফল Rashifal : শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে। সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অংশিদারী কাজে আশানুরুপ সাফল্য আসবে না। বাড়িতে পরিজনের সমাগম বাড়তে পারে। পুলিশ প্রশাসনের কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির শিকার হতে পারেন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : দিনটা খুবই ভালো। নাচ হোক কিংবা গান, আজ যে পারফরম্যান্সই করবেন, তা সবাইকে মুগ্ধ করে দেবে। তবে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটির উপর খেয়াল রাখা জরুরি।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলায় পড়তে পারেন। কোনও জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে। প্রত্যাশিত কাজে বাধা দেখা দিতে পারে।
মকর/ Capricorn রাশিফল Rashifal : দিনটি ভাল যাবে না। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের ব্যাপারে চিন্তা। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে খরচ বৃদ্ধি।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ নিজের পছন্দের কাজে সাফল্য পাবেন। তবে আজ কোনও জিনিস কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন।
মীন/ Pisces রাশিফল Rashifal : প্রেম-ভালোবাসায় সুফল আসতে পারে। জীবন অনুশাসন ও পরিশ্রমে ভরপুর থাকবে। তবে কঠিন সময় কেটে যাবে। আকস্মিক বিনিয়োগ লাভের সম্ভাবনা রয়েছে। দিনের মাঝামাঝি ব্যয় বাড়ার সম্ভাবনা থাকলেও দিন শেষ দিকে আর্থিক অবস্থা দৃঢ় হবে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।