Horoscope: আজকের রাশিফল ৩/৪/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৩ই এপ্রিল ২০২৫।
মেষঃ বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণ। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান।

বৃষঃ অপ্রয়োজনীয় কিছু কিনে আনতে পারেন। আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে। পরিকল্পনা শুরু করতে পারেন। অনাবশ্যক ব্যয় করবেন না। দাম্পত্য জীবনে ভালোবাসা থাকবে। অচেনা ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। কর্মস্থলে সুসংবাদ পেতে পারেন।

মিথুনঃ সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় কোনও রূপ সফলতা পাবেন না। আজ অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি হতে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে।

কর্কটঃ কোনও সমস্যার সমাধান খুঁজে পাওয়ায় আনন্দে থাকবেন। জীবনে নতুনত্ব অনুভব করবেন। পারিবারিক কাজের কারণে ভিন শহরে যেতে পারেন। আত্মীয়দের সঙ্গে দেখা হবে। ব্যবসায় উন্নতি হবে।

সিংহঃ নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সফলতা লাভ।অতিরিক্ত তর্ক বিপদে ফেলতে পারে। সামাজিক কোনও কাজে উদ্যোগী হতে পারেন। খেলাধুলায় সুনাম প্রতিপত্তি বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় পা না বাড়ানোই ভাল। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে।

কন্যাঃ আর্থিক লাভ হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের সমস্যা দূর হবে। ভবিষ্যতে লাভের পথ প্রশস্ত হবে। মুড ভালো থাকবে। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।

তুলাঃ সকালের দিকে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। আজ সারা দিন আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। ছোট কাউকে সাহায্য করতে হতে পারে।

বৃশ্চিকঃ স্বাস্থ্যোন্নতির জন্য যোগ-ব্যায়াম করুন। আর্থিক অনটন এড়িয়ে যাওয়ার জন্য বাজেটের বাইরে কোনও কাজ করবেন না। কোনও বন্ধুর সঙ্গে তর্ক হতে পারে। অবিবাহিতদের দিন ভালো কাটবে।

ধনুঃ আজ সারাদিন পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। রহস্যবিদ্যার জন্য চিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা।

মকরঃ লক্ষ্যের দিকে এগোতে থাকুন। সাফল্যের পূর্বে কাউকে কোনও বিষয় জানাবেন না। কোনও নিকটাত্মীয় আপনার সাহায্য করতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। বয়স্কদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।

কুম্ভঃ আজ আপনার কোনও ভাল কর্মের জন্য নিকট আত্মীয়ের গৌরব বৃদ্ধি হতে পারে। শত্রুর মোকাবিলা করতে অক্ষম। নতুন কোনও প্রেম প্রণয়ে জড়িয়ে পরতে পারেন।

মীনঃ ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। যাঁদের সঙ্গে মাঝে-মধ্যে দেখা হত, তাঁদের সঙ্গে যোগাযোগ করার সময় ভালো। দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে। অবসাদ দূর হবে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।