Horoscope: আজকের রাশিফল ৩/৩/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ৩ই মার্চ ২০২৫।
মেষঃ সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। অনেকদিনের পরিশ্রম সফল হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হবে। তবে প্রেমের বিষয়ে সতর্ক থাকবেন। ভালোবাসার মানুষের সঙ্গে কোথাও যেতে পারেন।

বৃষঃ কাজ সম্পর্কিত নতুন পরিকল্পনা করতে পারেন, তা কার্যকর করতেও সক্ষম হবেন। তবে যা করবেন সাবধানে করবেন। অতি উৎসাহে না হলে ভুল ত্রুটির সম্ভাবনা থাকতে পারে। আপনি আপনার শত্রুদেরকে কাবু করতে পারবেন।

মিথুনঃ হাতে টাকা-পয়সার জোগান বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। চাকুরিজীবীরা বিশেষ সাফল্যের মুখ দেখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই।

কর্কটঃ দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, যেখান থেকে অদূর ভবিষ্যতে সম্পদবৃদ্ধির সম্ভাবনা। ব্যবসা এবং কাজ নিয়ে নতুন ভাবনা থাকবে। পারিবারিক বিষয়ে বিবাদ নিষ্পত্তি করতে পারবেন।

সিংহঃ আয়ের রাস্তা আপনার সামনে খুলে যেতে পারে। তবে চাকুরিজীবীদের জন্য সময়টা খুব একটা ভালো কিছু নয়। যারা চাকরি খুঁজছেন, পেয়ে যেতে পারেন। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা আছে।

কন্যাঃ কাজ নিয়ে চিন্তা থাকবে, আর নতুন নতুন কাজের চিন্তা আপনাকে ব্যস্ত রাখবে। পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বিরোধী বা গুপ্তশত্রুদের উপর জেতার অবস্থায় থাকবেন। অবিবাহিতদের পছন্দমতো জীবনসাথী মিলবে।

তুলাঃ বর্তমানে বেশ ভালো সময়ের মধ্যে দিয়েই আপনি যাচ্ছেন। সে কারণে আপনার উত্‍সাহও তুঙ্গে। অফিসে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। প্রেমের সম্পর্কে কোনও ভুল বোঝাবুঝি থাকলে তা দুর করুন।

বৃশ্চিকঃ অনেকদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। পরিশ্রমের জন্য পুরস্কার মিলতে পারে। কর্মসূত্রে সফরের সম্ভাবনা। ব্যবসার কাজে ব্যস্ত থাকার সম্ভাবনা। কঠিন প্রজেক্টও অনায়াসে শেষ করতে পারবেন।

ধনুঃ নতুন কোনও পরিচিতকে হুট করে বিশ্বাস করবেন না। খুব বেশি মানসিক পরিশ্রম না করাই ভালো। ব্যবসায়ীদের জন্য অবশ্য সময়টা ভালোই। চাকরিতে উন্নতি করবেন। ভালোবাসার মানুষটির সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে বোঝাপড়া ঠিক রাখুন।

মকরঃ আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হতে পারে। পুরোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। পড়ুয়াদের শিক্ষার জন্য সময়টা ভালো। পরিবার নিয়ে ধর্মস্থানে ভ্রমণের সম্ভাবনা। দিনের শেষ ভাগ ভালোই কাটবে। কাজে ব্যস্ততা থাকবে। তবে

কুম্ভঃ আচমকাই বেশ কিছু টাকা-পয়সা হাতে আসবে। যারা এখনও অবিবাহিত বা সিঙ্গল, তাঁরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। কর্মস্থলে আপনার প্রোমোশন ঠেকায় কে।

মীনঃ কোনও পরিকল্পনা হঠাৎ আটকে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হতে পারেন। নতুন কোনও বিনিয়োগ না করাই ভালো। অযথা বিবাদ বা বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারেন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।