Horoscope: আজকের রাশিফল ২৯/৩/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২৯শে মার্চ ২০২৫।
মেষ : আপনার স্বপ্নগুলোকে উপভোগ করুন, তবে আশেপাশের ষড়যন্ত্র এবং অস্বাভাবিক আচরণগুলো এড়িয়া চলার চেষ্টা করুন। জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখুন যতটা সম্ভব। যে কোনও বিষয়ে সন্দেহ হল চেপে রাখবেন না, সঙ্গীদের সঙ্গে কথা বলুন।

বৃষ : মানসিক ভাবে জটিল পরিস্থিতিতে রয়েছেন আপনি। সব ক্ষেত্রেই নমনীয় থাকুন, এর থেকে বেরোতে প্রয়োজনে দীর্ঘস্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা ভাবুন।

মিথুন : আজকের দিনটি মিশ্রফল দায়ি হবে। শত্রুর কারণে হানি ঘটার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কর্কট : আজকের দিনটি অশুভ। পারিবারে বড়ো সরো ঝামেলার সৃষ্টি হতে পারে। আর্থিক সঙ্কট দেখা দিতে পারে।

সিংহ : আজকের দিনটি শুভ। কর্ম ক্ষেত্রে বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রশিক্ষণে সাফল্য লাভ করবেন।

কন্যা : আজকের দিনটি শুভ। হঠাৎ করেই আজ আপনার জীবনে কর্মের পরিবর্তন দেখা দিতে চলেছে। দাম্পত্য জীবন মধুর হবে।

তুলা : আজকের দিনটি অশুভ। শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।পুরানো দিনের কথা খুব মনে পড়বে আজকে।

বৃশ্চিক : আজকের দিনটি মিশ্রফল দায়ি হবে। কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক সঙ্কট কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।

ধনু : আজকের দিনটি মিশ্র ফল দায়ী হবে। জীবনযাত্রা উন্নত করার জন্য আজ আপনি শুভ প্রয়াস করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজিয়ে থাকবে।

মকর : আর্থিক বিষয়ে সচেতন থাকুন। কোন নাটকীয় অর্থে নয়, সরাসরি মোকাবিলা করতে হবে সমস্যার। সমস্ত বিল এবং ঋণের তারিখ খেয়াল রেখে সেগুলো মেটান যথাসময়ে। এ সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে তৎক্ষনাৎ করুন।

কুম্ভ : আপনার মনে হতেই পারে যে, অন্যেরা এখনও পর্যন্ত তাঁদের সেরাটি দেননি আপনার সামনে। তবে যেহেতু আপনি বুদ্ধিমান, সে ক্ষেত্রে আপনি আপনার বন্ধুত্বের হাত সরিয়ে নেবেন না অন্যদের থেকে। ধৈর্য ধরুন, পরিস্থিতির বদল হবে।

মীন : আপনার জীবনে নতুন রোম্যান্টিক অনুভূতি আসতে পারে। যার আচরণে আপনি এক সময়ে বিরক্ত হতেন তাঁর প্রশংসা করতে পারেন। সব মিলিয়ে আশ্চর্যজনক এক পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।