কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২৮শে মে ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : পাওয়ার সম্ভাবনা প্রবল। নিজের উদ্যমকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য বুদ্ধিবৃত্তির চর্চা বাড়াতে হবে। ব্যবসায়ীদের আয় রোজগারে কিছু ঝামেলা হতে পারে। ভাগ্যের ওঠানামা হতে পারে আজ। কর্মক্ষেত্রে সফলতা

বৃষ/ Taurus রাশিফল Rashifal : বুদ্ধির জোরে কাজকর্মে সাফল্য পাবেন। বিভিন্ন কাজে যাঁরা যুক্ত, তাঁরা আজ পরিশ্রমের ফল পাবেন। আজ বেশি চাপ নেবেন না। আজকের দিনটা মোটের ওপর সাধারণ থাকবে। সুদূর ভবিষ্যতের কথা ভেবে কার্য পরিকল্পনা করুন। চাকরি বা ব্যবসা- উন্নতির সম্ভাবনা।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : ব্যবসায়ীরা কিছুদিন নতুন ব্যবসা শুরুর চিন্তা করবেন না, লাভ লোকসান হতে পারে। কোনও বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেবেন না। পেশাগত জীবনে চাপের প্রভাব যেন ব্যক্তিগত জীবনে না পড়ে। কাজকর্মে ফোকাস রাখুন।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় ব্যবসায় আর্থিকভাবে লাভবান হলেও জটিলতা বাড়তে পারে। বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। সামাজিক মর্যাদা বজার রাখার জন্য বাড়তি ব্যয় হতে পারে। নতুন কাজের যোগাযোগ আসতে পারে।
সিংহ/ Leo রাশিফল Rashifal : যাঁরা সরকারি চাকরির চেষ্টা করছেন, তাঁরা আরও পরিশ্রম করুন, সাফল্য পাবেন। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
আপনার বিরোধীরা অনৈতিক কাজ করে আপনাকে সঙ্কটে ফেলতে পারে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : স্বাস্থ্য সম্পর্কে একটু সজাগ থাকুন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন। আজ অত্যন্ত লাভজনক দিন। ব্যবসায় বিনিয়োগ আসতে পারে, লেখাপড়ার উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশন হতে পারে। নতুন ব্যবসা শুরুও হতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal : দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক অবস্থা চিন্তায় ফেলতে পারে। পাওনা আদায়ের জন্য বচসা হতে পারে। শরীর সামান্য খারাপ হতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। শিক্ষার্থীদের আজকের দিনটি শুভ। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। জীবন সাথীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। অংশীদারি কাজের বিষয়ে দু:শ্চিন্তা করতে পারেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ পুরানো দিনের কথা খুব মনে পড়বে। কাজে আজ হালকা বাধা আসতে পারে। কর্মস্থলে কোনও পরিবর্তন নেই। অর্থাগমে কোনও বাধা নেই।
মকর/ Capricorn রাশিফল Rashifal : অতিরিক্ত দুশ্চিন্তা ও পরিশ্রমের কারণে মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন। অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। বৈবাহিক জীবনে বাধা-বিপত্তি কেটে যেতে পারে পারে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : সব কাজেই সতর্কতা দরকার। পাওনা টাকা আদায় হবে না। নিজের ভুলে আয়ের সুযোগ হাতছাড়া হতে পারে। শরীরের কোনও সমস্যা থাকলে তা ভালোর দিকে যাবে।
মীন/ Pisces রাশিফল Rashifal : সামাজিক ও সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন। বিশ্বাসহানি হওয়ার সম্ভাবনা। লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আপনার নেওয়া সিদ্ধান্তের কল্যাণে পারিবারিক সমস্যার সমাধান হতে পারে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।