Horoscope: আজকের রাশিফল ২৭/১/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২৭শে জানুয়ারি ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : আর্থিক দিতে থেকে লাভবান হতে পারেন এদিন। নতুন পরিস্থিতির মোকাবিলা করে জনপ্রিয় হতে পারেন। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করতে পারে। দিনের শুরুকেই স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : আজকের আপনার স্বাস্থ্য মোটামুটি যাবে। শখ পূরণের জন্য পছন্দের কিছু জিনিস বলিদান দিতে হতে পারে। ব্যক্তিগত জীবনে উন্নতি। কর্মক্ষেত্রে সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজকের দিন সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে, যা আপনার মান-সম্মান ও যশ বৃদ্ধি করতে পারে। অফিসের পরিস্থিতি সম্পর্কে নিজস্ব টিমকে প্রসন্ন রেখে লক্ষ্যে পৌঁছতে হবে। ব্যবসায়ীদের লেনদেনে সতর্ক থাকতে হবে। চোখের রোগ সম্পর্কে সচেতন থাকতে হবে। ল্যাপটপ, মোবাইল ও টিভি দেখা বা লেখার সময় অবশ্যই চশমা ব্যবহার করতে হবে। মঙ্গলজনক কাজকর্মে যোগ দিতে পারেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : মনকে শান্ত রাখতে ধ্যান সহায়ক হবে। কাজে পরিস্থিতি শুধরোতে পারে। পরিস্থিতি জাতকের অনুকূল। সহকর্মীদের কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতার প্রাপ্তিযোগ রয়েছে। ব্যবসায় কাঙ্খিত লাভ হতে পারে, এ জন্য প্রচেষ্টায় খামতি দেওয়া যাবে না। স্বাস্থ্য সম্পর্কে পেটে ব্যথার মতো সমস্যা থেকে সতর্ক থাকুন। এজন্য সঠিকভাবে খাওয়া-দাওয়া করতে হবে। ছোট ছোট কথা নিয়ে অন্যদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলতে হবে। নাহলে কেউ অসন্তুষ্ট হতে পারে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : বেসরকারি ক্ষেত্রে সঙ্গে যুক্তদের কাজের চাপ বেশি থাকবে। শিক্ষা ও সরকারি বিভাগের সঙ্গে যুক্তদের পক্ষে আজকের দিন লাভজনক। ব্যবসায়িক শরিকের সঙ্গে সমন্বয় রেখে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। দেখতে হবে, পরস্পরের মধ্যে কোনও বিষয় যেন গোপন না থাকে। ক্যালসিয়ামের ঘাটতির জন্য পায়ে ব্যথা হতে পারে। চিকিত্সকদের পরামর্শ অনুসারে ওষুধ খান। কোনও নতুন সম্পর্কে যুক্ত হলে, তাঁকে সময় দিন।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : শরীরচর্চা ও খেলাধূলো নিয়ে ব্যস্ত থাকতে পারেন। যেমন আয়, তেমন ব্যয় করলে আপনারই মঙ্গল।মানসিক অবসাদ হলবে বন্ধুদের সঙ্গে কথা বলুন। অফিসের কাজ অফিসেই ফেলে আসুন। পরিশ্রমের কারণে ক্লান্তিভাব আপনাকে গ্রাস করছে।

তুলা/ Libra রাশিফল Rashifal : কর্মস্থানে মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। প্রতিকূল পরিস্থিতি এড়াতে মাথা ঠাণ্ডা রাখা ও ধৈর্য্য অবলম্বন প্রয়োজন। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মহাজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। প্রতিবাদী মনোভাবের কারেণে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের কৃতিত্বে সন্তুষ্টি।

আরও পড়ুনঃ একই রেখায় একাধিক গ্রহ, বিরল দৃশ্যের সাক্ষী মেদিনীপুরও

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন। ব্যবসায়ের লাভের মুখ দেখতে পারেন । ঘরে উৎসবের বাতাবরণ হলেও আপনার উত্তেজনা কম করবে। প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ কর্মক্ষেত্রে নেতিবাচক মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে হাত পড়তে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : নিজেকে কিছু খেলাধূলায় নিয়োজিত করুন। সঙ্গী বা সঙ্গিনীর খারাপ স্বাস্থ্যের জন্য অনেক টাকা ব্যয় হতে পারে। পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। কিছু হারাবার ভয় পিছু করতে পারে। নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : কর্মস্থলে কর্মক্ষমতার পূর্ণ ব্যবহার করুন। ওষুধের ব্যবসায়ীদের আজ লাভের দিন।খুচরো ব্যবসায়ীদের পণ্যের গুণমান সম্পর্কে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভালো সুযোগ মিলতে পারে। তরুণরা চাকরির জন্য অন্য বিকল্পেও দিকে খেয়াল রাখুন। মাথা ব্যথা ভোগাতে পারে। আবহাওয়ার কথা মাথায় রেখে সতর্ক থাকতে হবে। পরিবারের গোপন কথাবার্তা নিয়ে সতর্ক থাকতে হবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : নিজের স্বাস্থ্যের উপর নজর দিন। প্রবীণরা পুরনো বন্ধুদের সঙ্গে ফের আড্ডা দিতে পারেন। বিয়ের কথা উঠতে পারে পরিবারে। স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে পারবেন। হঠাত করে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।