কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২৬শে ফেব্রুয়ারি ২০২৫।
মেষঃ বাড়িতে কোনও অতিথিকে নিয়ে বিবাদের আশঙ্কা। বিয়ের আলোচনা না করাই ভাল হবে। কোনও মহিলার প্রতি আবেগ বাড়তে পারে। শরীর নিয়ে একটু চাপ ও চিন্তা থাকবে। বন্ধুর বেশে থাকা শত্রুর জন্য সংসারে ক্ষতি হতে পারে। সন্তানের ব্যবহার মানসিক কষ্ট বাড়াতে পারে।

বৃষঃ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে এবং নতুন সম্পর্ক তৈরি করার জন্য আজকের দিনটি ভালো। বাড়িতে সমাগম হতে পারে আত্মীয়-স্বজনদের৷ ছোটোখাট সামাজিক অনুষ্ঠানের দরুন বাড়িতে তৈরি হতে পারে আনন্দমুখর পরিবেশ৷
মিথুনঃ ভুল কথা বলার জন্য মাসুল দিতে হতে পারে। সন্তানের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। কর্মস্থানে বহু পুরনো সমস্যা মিটে যাবে। ব্যবসায় খুব ভাল ফল পাবেন। দিনের শেষের দিকে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য সঞ্চয় কম হবে।
কর্কটঃ পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে৷ পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বৃহৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাফল্যের সঙ্গে পালন করতে পারবেন সমস্ত কাজ৷ এর ফলে প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষান্বিত হতে পারেন।
সিংহঃ নিজের অধিকার নিয়ে সজাগ হতে হবে। পড়াশোনায় খুব ভাল ফলের আশা করা যায় না। দিনের শেষের দিকে কিছু পরিবর্তন আসতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। অল্প সময়ের জন্য শরীর খারাপ হতে পারে। অফিস থেকে নতুন কোনও খবর পাওয়ার আশা রাখতে পারেন। কোনও অধস্তন কর্মচারীর দ্বারা উপকার পেতে পারেন।
কন্যাঃ কর্মক্ষেত্রে আসতে পারে সম্মান বা স্বীকৃতি। তবে সহকর্মীরা হিংসা না করে আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। বিরত থাকতে হতে পারে কর্মস্থল পরির্বতনের চিন্তা থেকে৷
তুলাঃ কোনও প্রতিযগিতামূলক কাজে বাধা আসতে পারে। মায়ের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। পড়াশোনায় ভাল ফল পাবেন। গলায় ব্যথা থেকে কষ্ট বাড়তে পারে। পরিবারের কোনও সমস্যা গুরু জনের দ্বারা মিটে যেতে পারে।
বৃশ্চিকঃ জীবনকে সঠিক পথে চালাতে পরিকল্পনামাফিক কাজ এবং কঠোর পরিশ্রম করতে হবে। তবে গ্রহের অবস্থান অনুকূল না থাকায় কোনও সমস্যার কার্যকরী সমাধান বের করতে পারবেন না। তাই পরামর্শ দেওয়া হচ্ছে ধৈর্য্য ধরতে ও মাথা ঠান্ডা রাখতে। বিরত থাকা উচিত কোনও কিছুর প্রত্যাশা করা থেকে৷
ধনুঃ আনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। বিবাহিত জীবনে ভাল-মন্দ মিশিয়ে চলতে পারে। রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন। অর্থ ভাগ্য মধ্যম। দুপুরের পরে কাজের উদ্বেগ বাড়বে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। কর্মস্থানে কারও সঙ্গে পরিচয় হতে পারে। চেষ্টায় সাফল্য আসতে পারে।
মকরঃ প্রিয়জনের মন জয় করার চেষ্টাই আজকে আপনার প্রধান লক্ষ্য হতে পারে। তবে বাধ সাধবে কোনও অজ্ঞাত কারণ৷ তবে যাই ঘটুক না কেন আনন্দ এনে দিতে পারে সামাজিক অনুষ্ঠান৷ নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হতে পারে৷
কুম্ভঃ প্রতিবেশীর সঙ্গে সমস্যার সমাধান। আর্থিক সমস্যা একটু একটু করে বাড়বে। গুরু জনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। বিবাহিত জীবন ভাল কাটবে। অপরের সুখের জন্য নিজের আনন্দ। যাঁরা কাপড়ের ব্যবসা করেন তাঁদের শুভ সময় শুরু।
মীনঃ পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় হতাশা আসতে পারে। সম্মুখীন হতে হবে অপ্রত্যাশিত কিছু জটিল পরিস্থিতির৷ মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়াই সমীচীন৷
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।