Horoscope: আজকের রাশিফল ২৫/৪/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২৫শে এপ্রিল ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : পরিবারের প্রয়োজনীয়তায় কিছু ব্যয় সম্ভব। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে যান, তা না-হলে পেটে গোলযোগ দেখা দিতে পারে। জীবনসঙ্গীর আপনার সৃজনশীল গতিবিধির দ্বারা প্রভাবিত হবেন। গুরুত্বপূর্ণ কাজে আপনার পরামর্শ নেবেন। প্রেম জীবন সুখে কাটবে। ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারবেন কন্যা রাশির জাতকরা। এতে অর্থ ব্যয় হলেও যশ বৃদ্ধি হবে।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : মানসম্মান বৃদ্ধি পাবে। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। যাত্রা করার সময় সাবধানে থাকবেন। ঝগড়া ঝাটি থেকে দূরে থাকুন। পিতা, মাতার সমস্ত কথা মেনে চলুন। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : আয়-ব্যয়ে ভারসাম্য বজায় রেখে চলতে হবে এই রাশির জাতকদের। তা না-হলে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে আপনার আর্থিক পরিস্থিতি সমস্যায় পড়তে পারে। ছাত্ররা পরীক্ষায় ভালো ফলাফল পাবেন। সামাজিক পরিসর বৃদ্ধি পাবে। পারিবারিক কলহ মাথা চাড়া দিতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আত্মবিশ্বাস বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। কাজ শেষ করতে অনীহা করবেন না। শরীর মোটের ওপর ভালোই থাকবে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বে হয়ে থাকা কাজ সফল হবে। আধিকারিক ও সহকর্মীদের মধ্যে আপনার ভাবমূর্তি ভালো হবে। সুখী জীবন কাটাবেন। তবে অর্থের অপচয় রোধ করতে হবে। জীবনসঙ্গীর আবেগের সম্মান করুন। তখনই তাঁরা আপনার সঙ্গ দেবে। কোনও বড় লগ্নির পরিকল্পনা করে থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। তখনই সফল হবেন।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। জরুরি সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। অফিসে বসের সঙ্গে একটু বিবাদ ঘটতে পারে। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : নিজের কাজের প্রতি একাগ্রতা বজায় রাখুন। বাণীর দ্বার আধিকারিকদের প্রসন্ন করবেন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ চললে তা বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতায় সমাপ্ত হবে। ব্যবসায় ধন লাভ করা কঠিন হয়ে দাঁড়াবে। মায়ের তরফে লাভ সম্ভব। সন্ধ্যাবেলা মায়ের জন্য কোনও উপহার নিতে পারেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ দিনটা বিশেষ ভাল যাবে না। গায়ে, হাতে , পায়ে ব্যাথা থাকতে পারে। কোনও কাজের জন্য অযথা অপমানিত হতে পারেন। যদিও তার জন্য আপনার বিশেষ কোনও দোষ থাকবে না। টাকা পয়সা আটকে থাকলে সেটা আজ পেতে পারেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে শত্রুদের থেকে সতর্ক থাকুন। কারণ তাঁরা আপনাকে দুশ্চিন্তায় ফেলার পুরো চেষ্টা করবেন। তবে আপনারা নিজের কাজে মনোনিবেশ করুন। ছোটখাটো কথায় কান দেবেন না। সতর্ক থাকুন। পরিবারের জন্য সময় বের করতে পারবেন। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে কোনও শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন।

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ অর্থলাভ হতে পারে। চাকরিক্ষেত্রে দিনটি খুবই শুভ। নতুন চাকরির সন্ধান করতে পারেন। কোন বিভ্রাট ছাড়াই যেকোনো কাজ সহজে সফল হয়ে যাবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন এই রাশির জাতক। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় আগত বাধা সমাপ্ত হবে এবং তাঁদের সাফল্যের পথ প্রশস্ত হবে। তবে এ সময়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে মীন রাশির জাতকদের। তা না-হলে আপনার লোকসান সম্ভব। আজ আপনাদের আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। লগ্নির পরিকল্পনা করে থাকলে, তার জন্য দিন ভালো।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। কোথাও পয়সা পাওয়া থেকে আটকে থাকলে তাও পাওয়া যাবে। ভেবে চিন্তে কাজ করলে সফলতা আসবে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।