Horoscope: আজকের রাশিফল ২২/২/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২২শে ফেব্রুয়ারি ২০২৫।
মেষঃ কোনও কাজের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ লাভ করবেন। নিজের দায়িত্ব পূরণে আলস্য করবেন না। লগ্নির পূর্বে পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ অবশ্যই করবেন।

বৃষঃ আজ ভেঙে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারে সাফল্য আসবে। পুরানো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। মন ইতিবাচক শক্তি এবং সুখে পূর্ণ হবে। সৃষ্টিশীল মনে নতুন কোনও ধারনা তৈরি হতে পারে। তরুণদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রযুক্তি ব্যবহার করা উচিত। চিকিৎসকের পরামর্শ অনুসরণ করা উপকারী হবে।

মিথুনঃ জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। অফিসে অবসাদ দেখা দিতে পারে। নতুন সুযোগ লাভ করবেন। বাইরে বেরোনোর সময় সাবধানে থাকুন। লগ্নির ঝুঁকি নেবেন না। ব্যবসা ঠিক চলবে। অচেনা ব্যক্তিদের সঙ্গে লেনদেন করবেন না। ঝুঁকি এড়িয়ে চলুন।

কর্কটঃ আজ যে কোনও বিষয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। অফিসে নতুন কাজের দায়িত্ব বাড়বে। কোনও নতুন সম্পর্ক তৈরি হতে থাকলে, অযথা তাড়াহুড়ো করবেন না। ভালোভাবে সবকিছু খতিয়ে দেখে সময় নিয়ে ওই সম্পর্ক মজবুত করুন। অফিসে ব্যবহার ও যোগ্যতা সকলের সহযোগিতা মিলবে। ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভালো। যুবকদের অনুশাসন মেনে চলতে হবে।

সিংহঃ ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা মজবুত হবে। স্বাস্থ্য ভালো থাকবে। কারও সঙ্গে বিবাদ হতে পারে। যুবক-যুবতিরা সাফল্য লাভ করবেন। সাফল্য লাভ করতে পারেন। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে।

কন্যাঃ আজ উৎসাহে কোনও ঘাটতি আসতে দেবেন না। সেইসঙ্গে আশেপাশের লোকজনদেরও প্রসন্ন রাখুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যুবকদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। শরীরের ব্যথার সমস্যা থেকে অস্বস্তি বা ব্যথা বৃদ্ধি পেতে পারে। সমাধানের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

তুলাঃ পারিবারিক সমস্যার কারণে বিবাদ দেখা দিতে পারে। আটকে থাকা কাজে গতি আসবে। সামাজিক দায়িত্ব পূর্ণ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে যাত্রায় যেতে পারেন।

আরও পড়ুনঃ সময় ভুলেছে পুরুলিয়া এক্সপ্রেস, মাশুল গুণছেন যাত্রীরা

বৃশ্চিকঃ আজ মনে অকারণ কোনও চিন্তা আসতে দেবেন না। এতে উত্তেজনা বেড়ে শরীর খারাপ হতে পারে। অফিসে বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন। যাঁদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করেন, হতে পারে যে কোনও কারণে তাঁদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগ নাও পেতে পারেন। অফিসে অন্যেক কাজের দায়িত্বও নিতে হতে পারে।

ধনুঃ আজ দিনযাপনের ক্ষেত্রে ওঠা-পড়া আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে। অফিসের কাজকর্মে মাল্টিটাস্কিংয়ের জন্য প্রস্তুত থাকুন। জেনারেল স্টোরের ব্যবসায়ীদের গ্রাহকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে হবে। তরুণদের অপরিচিত কারুর কথায় পরিচালিত হওয়া থেকে বিরত থাকতে হবে। নাহলে লোকসানের মুখে পড়তে হতে পারে।

মকরঃ আজ মনে অকারণ কোনও চিন্তা আসতে দেবেন না। এতে উত্তেজনা বেড়ে শরীর খারাপ হতে পারে। অফিসে বিতর্কিত বিষয় থেকে দূরে থাকুন। যাঁদের ওপর সবচেয়ে বেশি নির্ভর করেন, হতে পারে যে কোনও কারণে তাঁদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগ নাও পেতে পারেন। অফিসে অন্যেক কাজের দায়িত্বও নিতে হতে পারে।

কুম্ভঃ পুরনো জিনিস থেকে কোনও আয় হতে পারে। পিতার সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। কোনও কাজে আজ সাহসের পরিচয় দিতে হবে। ভাল কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আসবাবপত্রের ব্যবসায়ীদের ঘাটতির মুখোমুখি হতে পারে।

মীনঃ আজ পছন্দসই কাজ করলে জরুরি উৎসাহ অনুভব করবেন। সারা দিনই মন প্রসন্ন থাকবে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। চাকরিতে উন্নতির প্রবল সম্ভাবনা। নতুন জায়গায় যাওয়ার সুযোগ মিললে, তা হাতছাড়া করবেন না। ব্যবসায়ীদের নতুন কোনও জায়গায় যেতে হতে পারে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।