Horoscope: আজকের রাশিফল ২১/৩/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২১শে মার্চ ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : নিজের চারপাশে একটি ক্ষীণ দূরত্বের মাঝে নিজেকে আবৃত করে না রেখে, নিজেকে আচ্ছাদনের বাইরে নিয়ে আসুন। সঠিক সিদ্ধান্ত নিয়ে আরও দ্রুত গতি সম্পন্ন হওয়ার উপযুক্ত সময় এখনই। কর্মস্থলে নতুন দায়িত্ব প্রাপ্তির সংবাদ পেতে পারেন।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : প্রেমের দিকে কোনও নতুন অশান্তি আসতে পারে। আজ আপনার হাতে কিছু অপচয় হওয়ার সম্ভাবনা। লেখকদের জন্য ভাল কিছু ঘটতে পারে। নিজের জন্য খরচ বৃদ্ধি। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। ভ্রমণের জন্য আলোচনা। ব্যবসার জন্য বাড়তি খরচ হতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : চারপাশের কাছের ও দূরের মানুষগুলোর দিকে তাকিয়ে মনে মনে আরেকবার বিচার করে নিন যে, কে আপনার শুভাকাঙ্ক্ষী আর কে নয়। অতিরিক্ত পরনির্ভরশীলতা আপনার জন্য নয়। ব্যবসা-বাণিজ্যর প্রয়োজনে দূর দেশ গমন করতে পারেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : ব্যবসা ভাল যাবে। কিছু সঞ্চয় বাড়তে পারে। আজ সকাল থেকে কোনও বিবাদ কপালে জুটতে পারে। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি। সম্পত্তি ব্যপারে কোনও চাপ আসতে পারে। বাড়তি কোনও সমস্যার থেকে সাবধান থাকুন।আজ কোনও শুভ যোগাযোগ আসতে পারে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : নিজের জীবনকে ফোকাস করার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন বেঁচে থাকার অর্থ। পাছে লোকে কিছু বলে, তাতে কিন্তু কান দিতে নেই।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : বাইরে কোনও অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। আইনি কোনও কাজের জন্য বিশেষ আলোচনা। বিবাহ ব্যাপারে কথাবার্তা বন্ধ রাখা দারকার। সত্য রক্ষা করতে গিয়ে আপমান জুটতে পারে। দূরে কোনও ভ্রমণে বাধা আসতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : সৃজনশীলতা আপনার কর্মে আরও অধিক খ্যাতি এনে দেবে এবং আপনার প্রতিভার বিকাশ ঘটবে। তবে তাড়াহুড়া করে আপনি বড় কোনো ঝুঁকি নেবেন না, যা আপনার ভবিষ্যৎ চলার পথে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ী ও স্বাধীন পেশাজীবীরা বহু দিন পর কিছু আয় রোজগারের সুযোগ পাবেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : প্রেমের ব্যপারে আশা ভঙ্গ হতে পারে। গুরুজনের সঙ্গে ব্যবসার আলোচনা। আয় ও ব্যয় ঠিক থাকবে না। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। গান-বাজনার জন্য দিনটি ভাল। আজ বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। পূজাপাঠের জন্য খরচ। বন্ধুর ব্যাপারে চিন্তা বাড়তে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কোনও কাজের জন্য মনে কষ্ট বাড়তে পারে। সন্তানের কোনও কাজের জন্য মনে শান্তি। পাওনা আদায় হওয়ায় আনন্দ। স্ত্রীর জন্য মানসিক দিক থেকে শান্তি পাবেন না। বাইরের কোনও লোকের জন্য খরচ বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসায় চাপ বৃদ্ধি হতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : কোনো বিষয়ে আপস করতে একটি সঠিক উপায় প্রয়োজন। মানুষের সঙ্গে সংযোগ বাড়ান। ব্যবসায়ীদের জন্য দিনটি আশানুরূপ হবে না। দিনের শেষ ভাগে সামাজিকভাবে কিছুটা উৎফুল্ল হবেন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে। প্রেম প্রণয়ে বাধা নিয়ে চিন্তা। কাজের ক্ষেত্রে অনীহা আসতে পারে। টাকা খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বাইরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। বাড়তি খরচ থেকে সাবধান থাকা দরকার।অসৎ লোক থেকে সাবধান থাকুন। অর্থ নিয়ে চাপ বৃদ্ধি।

মীন/ Pisces রাশিফল Rashifal : পূর্বের গোপন শত্রুর বিষয়ে সতর্ক থাকুন ও অপরিচিত বিপরীত লিঙ্গের কাছ থেকে দূরে থাকুন। গোপনীয়তা বজায় রেখে চলুন ও প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। যোগাযোগের উপর জোর দিন। শরীর স্বাস্থ্য ও মন মেজাজ ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মী বা অন্য কারো আচরণে কষ্ট পেতে পারেন।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।