Horoscope: আজকের রাশিফল ২১/২/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২১শে ফেব্রুয়ারি ২০২৫।
মেষঃ ইদানীং আপনার সবকিছুই ঠিকঠাক চলছে। ব্যবসারও উন্নতি হচ্ছে। বড় কোন কর্মকর্তার সহায়তায় চাকরির ক্ষেত্রেও আপনার ভিত শক্ত হচ্ছে। কিন্তু বিরোধীদের মনে ক্ষোভ হতে পারে।

বৃষঃ পেশাদারদের রোজগার বৃদ্ধি ও নতুন নতুন যোগাযোগ আর্থিক উন্নতিতে সহায়ক হবে। ব‌্যবসায়ীদের সময়টি শুভ হলেও ব‌্যবসার হিসাব-নিকাশ নিজের হাতে রাখা প্রয়োজন। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ব‌্যয়বৃদ্ধি হতে পারে।

মিথুনঃ আজ আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। দিনের শুরুর দিকে ডাক্তারের পরামর্শ নিয়েই রোজকার কাজে যোগ দেওয়া ভালো। বন্ধুদের সঙ্গে দেখা হওয়া আপনার জন্য মন ভালো হয়ে উঠবে।

কর্কটঃ কর্মক্ষেত্রে পরিস্থিতির চাপে মানসিক অবসাদগ্রস্ত হবেন না। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ব‌্যবসায়ীদের নতুন কোনও কর্মপ্রকল্পকে ঘিরে ব‌্যস্ততা বাড়তে পারে। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি ও সন্তানের কোনও শুভ খবরে পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে।

সিংহঃ কোনও আত্মীয়ের সঙ্গে সাক্ষাতের সময় মতভেদ দেখা দিতে পারে। ঝুঁকিপূর্ণ কাজের সময় সাবধানতা অবলম্বন করুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের চিন্তা থাকবে। কোনও বিষয়ে বন্ধুদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে। পুরনো আটকে থাকা টাকা ফিরে পাবেন।

কন্যাঃ কর্মক্ষেত্রে আপনার দক্ষতার স্বীকৃতি বাবদ আর্থিক প্রাপ্তিযোগ বৃদ্ধি হতে পারে। বিবাহযোগ‌্য সন্তানদের বিবাহযোগ বিদ‌্যমান। দাম্পত‌্য কলহে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। সন্তানদের বিদ‌্যাচর্চায় সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ মেদিনীপুরে চাকরি মেলায় যুবক-যুবতীরা, পেলেন নিয়োগপত্র

তুলাঃ অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন। জরুরি কাজে সাফল্য লাভ করবেন। অফিসের সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্য ভালো থাকবে। কোনও কারণে আত্মীয়দের সঙ্গে অবসাদ হবে। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন।

বৃশ্চিকঃ সংসারে অতিরিক্ত ব‌্যয়ের কারণে সঞ্চয় কম হতে পারে। সমাজ কল‌্যাণমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে সামাজিক প্রতিষ্ঠা লাভ করুন। সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীদের বিভিন্ন অসুবিধার মধ্যে পড়লেও শেষের দিকে সুফল পাবেন। অন্যের কথা শুনে সাংসারিক অশান্তি করবেন না।

ধনুঃ পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। ঝুঁকি নেবেন না। কারও কথায় কান দেবেন না। বন্ধুদের সঙ্গে দেখা হবে। দিন ভালো কাটবে। আপনার কারণে কোনও বন্ধুর সমস্যা দূর হবে। স্বাস্থ্যোন্নতি হবে। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।

মকরঃ বর্তমান সময়ে ব‌্যয়বৃদ্ধি হলেও সঞ্চয় ভালই হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ এলেও অন‌্যত্র বদলি হতে পারেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক দৃঢ় করুন। অন্যের কথায় কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেননা। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সতর্কতা অবলম্বন করুন।

কুম্ভঃ সুসংবাদ পাবেন। আর্থিক লাভ হবে। সন্তান সাফল্য লাভ করবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। জরুরি কাজের জন্য পরিবারের সদস্যদের পরামর্শ নিন। কাউকে পরামর্শ দেবেন না। কর্মক্ষেত্রে প্রশংসা লাভ করবেন। আশপাশে কোথাও যাত্রায় যেতে পারেন। পড়ুয়ারা সাফল্য লাভ করবেন।

মীনঃ বন্ধুর সহায়তায় ব‌্যবসায় সাফল্য আসবে। কর্মক্ষেত্রে গোপন শত্রু চিহ্নিত করে তাদের থেকে নিজেকে সরিয়ে রাখুন। পত্নীভাগ্যে এই সপ্তাহে কিছু ধন উপার্জন যোগ রয়েছে। সন্তানদের বিদ‌্যালাভে বাধাবিঘ্নর সৃষ্টি হলেও পরীক্ষার ফল ভালই হবে।

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।