কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২ই মে ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার করার চেষ্টা করুন। আজ আপনি অর্থের গুরুত্ব বুঝতে পারবেন। আজ প্রেমে না পড়াই ভালো। এতে আপনার দুঃখ পাবার চান্স বেশি।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : আজ কিছুটা সময় বের করে নিজেকে বোঝার চেষ্টা করুন। হঠাৎ করে পুরোনো প্রেমে কোনো ঝামেলা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা। সংসারে কোনো বিষয় নিয়ে ঝামেলা দেখা দিতে পারে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : অন্যের বিরুদ্ধে ঘৃণা উগড়ে দেবেন না। এগুলো আপনার ওপর খারাপ প্রভাব পড়তে পারে।আজ আপনার ওপর কেউ কোনো কারনে চাপ সৃষ্টি করতে পারে।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সাথে কোনো আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধ হতে পারে। কোনো আত্মীয়র কারণে অতিষ্ট হতে পারেন।
সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ আপনার জন্য একটি হাসি-খুশি দিন। যদি আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তবে আজই তাকে সে টাকা ফেরৎ দিয়ে দিন। আপনি আজ বুঝতে পারবেন আপনি অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের যোগ দেখা যায়। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে বারবার বাধা বিপত্তি দেখা দিতে পারে। বাড়ীতে সুন্দর সময় কাটতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal : কারো কথা থেকে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। কোনো কিছুতে টাকা লাগানোর আগে দুবার ভাবুন। আপনার ভালো কাজ আজ আপনার অফিসের বসকে খুশি করে দিতে পারে। জীবনের ব্যস্ততার মধ্যে আজ আপনি সময় বের করতে পারবেন। নিজের উন্নতির জন্য সেই সময়কে কাজে লাগান।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ কোনো আত্মীয় এর কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। পুরানো দিনের বেশ কিছু কথা মনে আনন্দ দিতে পারে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : দিনটি আজ ভালো। আপনার কাছে আজ সব দিক দিয়ে অর্থ আসতে পারে। আপনার যা ভালো লাগে তাই করুন। চেষ্টা করুন অন্যের ঝামালায় না জড়ানোর। নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না।
মকর/ Capricorn রাশিফল Rashifal : অতীতের কঠোর পরিশ্রম গুলো আজ সুদ সমেত আপনার কাছে ফেরত আসতে পারে। আজ আপনি আপনার সমস্যা ভুলে পরিবারের সঙ্গে মিশে যাবেন। বাড়ির ছোটোদের সময় দেবার চেষ্টা করুন। তারা আপনার অনুপস্থিতি অনুভব করছে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : গোটাদিনের পর রাতে আর্থিক লাভের সম্ভাবনা আছে। বাড়ির কোনো অনুষ্ঠান আজ আপনার চাপ কমাবে। সন্ধ্যাটা বন্ধুদের সঙ্গে কাটানো যেতে পারে। জীবনে হঠাৎ করে প্রেম আসার সম্ভাবনা আছে। আপনি আজ কর্মক্ষেত্রে খুব ভালো কাজ করায় সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।
মীন/ Pisces রাশিফল Rashifal : সুনাম ও সম্মান বৃদ্ধির সুযোগ পাবেন। পিতার সাথে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা কেটে যাবে। দিনটি শুভ সম্ভাবনাময়।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।