কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ২ই মার্চ ২০২৫।
মেষঃ আজকের দিনে ঘরে শুভ অনুষ্ঠান করতে পারেন। অতীতে নেওয়া ভুল সিদ্ধান্ত মানসিক অশান্তির কারণ হবে। ভ্রমণের সময় নিজের জিনিস সামলে রাখুন। আজকের দিনে হাতে প্রচুর অর্থ থাকায় মানসিক শান্তি হতে পারে।

বৃষঃ আজ সব দিক থেকেই অন্যে আপনার প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হবে, যা পারিবারিক এবং কর্মক্ষেত্রে সুখ নিয়ে আসবে, আত্মোন্নতির সহায়ক হবে।
মিথুনঃ আজকের দিনে কিছুটা সময় বের করে ভালোবাসার মানুষের সঙ্গে কাটান। কাজের চাপ মানসিক দুশ্চিন্তা ডেকে আনতে পারে। সবকিছু সুন্দর করে সাজিয়ে কাজের জায়গায় সমস্যা সমাধানের চেষ্টা করুন। সন্ধ্যের দিকে অনেক অর্থ উপার্জন হবে।
কর্কটঃ অতীতের কোনও কাজের সাফল্য আজ আপনার মন ভালো রাবে। কিন্তু হাতে থাকা কাজের চাপে দিনে দম ফেলার ফুরসত পাবেন কি না সন্দেহ!
সিংহঃ সন্ধ্যার দিকে সুখবর পাবেন। শরীরকে সুস্থ রাখতে খেলাধূলা করুন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকলে, সংসারে সুখ আসবে। কাজের জায়গায় প্রশংসা পাবেন। গুরুত্বপূর্ণ জিনিস আজকের দিনে আপনার মন ভালো রাখতে সক্ষম হবে।
কন্যাঃ ভালোবাসার সম্পর্কটা আজ আরও এক ধাপ পোক্ত হবে। মনের মানুষের কাছ থেকে কোনও উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলাঃ বাড়িতে অনুষ্ঠান থাকায় আপনার সময় নষ্ট হবে। শরীরের দিকে খেয়াল দিন। দীর্ঘদিনের পাওনা টাকা আজকের দিনে ফেরত পাবেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে। কাছের মানুষ আজকে আপনাকে নিচু দেখাতে চাইবে।
বৃশ্চিকঃ আর্থিক লাভ হতে পারে। বিরোধীরা শান্ত থাকবে। অফিসের দায়িত্ব পূর্ণ করবেন। বড় সমস্যা সমাধানের ফলে শান্তি লাভ করবেন। অনেক দিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। পরিবারের আনন্দের পরিবেশ থাকবে। আপনার সাহায্যে কারও আর্থিক সমস্যা দূর হবে। সুসংবাদ পাবেন।
ধনুঃ হঠকারী কোনও সিদ্ধান্ত ভবিষ্যতের বড়সড় ক্ষতি করতে পারে! তাই যা করবেন ভালো করে ভেবে চিন্তে করুন! যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখুন। ভালোবাসার মানুষকে নিজের মনের ভাব বোঝাতে সক্ষম হবেন।
মকরঃ জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে মাধুর্য বাড়বে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। বন্ধুদের মধ্যে ভালোবাসা থাকবে। দিন ভালো কাটবে। কোনও বিবাদে জড়াবেন না। ঋণ দেওয়া এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। যুবক-যুবতিদের পরিশ্রম করতে হবে।
কুম্ভঃ ফাঁকা সময়ে ভালো কিছু করার চেষ্টা করুন। শরীর সুস্থ থাকে, এমন কাজ করুন। আজকের দিনে উপার্জন ক্ষমতা বাড়ানোর চিন্তা ভাবনা করুন। অর্থ সংকট থেকে মুক্তি পেয়ে অর্থ ঋণ নিতে পারবেন।
মীনঃ পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। পড়ুয়াদের সমস্যা দূর হবে। বিশেষজ্ঞদের সাহায্য লাভ করবেন। জমি সংক্রান্ত বিবাদের সমাধান হবে। অপ্রয়োজনীয় কাজে ব্যয় করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুদের তরফে সুসংবাদ পেতে পারেন। নিজের কাজের কারণে যাত্রায় যেতে পারেন। আটকে থাকা বিষয় অগ্রসর হবে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।