কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৯শে মার্চ ২০২৫।
মেষ/ Aries রাশিফল Rashifal : কর্মস্থলে সাবধান থাকতে হবে। তাড়াহুড়া করতে গিয়ে কাজে কোনো বড় ভুল করতে পারেন। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের উপর সব ব্যাপারে নির্ভর করা ঠিক নয়। গোপন শত্রতার শিকার হতে পারেন। আজ অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে অসচেতন হলে চলবে না। আর্থিক বিষয়ে অনৈতিক পন্থা থেকে বিরত থাকুন।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : কোনও মহৎ কাজ করে বা বিপদে কাউকে সাহায্য করে যথেষ্ট আনন্দ লাভ। শত্রুরা আজ পরাজিত হবে। যারা এত কাল আপনাকে হিংসা করত বুঝতে পারবে আপনি সত্যিই একজন ভালো মনের মানুষ। কর্মব্যস্ত থাকবেন তবুও বাড়িতে একটু সময় দিন, এতে পরিবারের লোকজন বিশেষত আপনার সন্তান খুব খুশি হবে। সব কথা খুলে বলবেন না এতে কোনও লাভ বা ক্ষতি কিছুই নেই।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ সকল কাজেই ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। প্রবাসী কোনো আত্মীয় কুটম্বর কাছ থেকে অপ্রত্যাশিত আর্থিক সাহায্য লাভের আশা। আজ দূরের যাত্রায় অবশ্যই নিজস্ব পরিবহন ব্যবহার করুন। বাণিজ্যিক পরিবহনে যাত্রা না করাই উত্তম।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : আপনার আত্মবিশ্বাস আজ বেশ ভালোই থাকবে আর আত্মবিশ্বাসের দ্বারা বহু কার্য সিদ্ধি হবে। গুরুজন ব্যক্তিদের আশীর্বাদ নিতে ভুলবেন না এতে আপনার লাভই হবে। মোবাইল সাবধানে রাখুন, গোপন তথ্য ফাঁস হয়ে বিপত্তি বা কোনও বন্ধুর সঙ্গে কথোপকথন দেখে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমে আজ হতাশা।
সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ সাংসারিক ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঝামেলার আশঙ্কা।স্থাবর সম্পত্তি ও যানবাহন বিষয়ে কাঙ্খীত ফল লাভের আশা কম। আয় রোজগারের ক্ষেত্রে পরিবারের সাহায্য পাওয়ার আশা।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : মনের আশা পূরণ হওয়ার দিন আজ। আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে, তার মানে এই নয় না চিন্তা ভাবনা করেই সব সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে আর্থিক বিষয় সতর্ক থাকুন। স্বামী-স্ত্রীর সম্পর্ক সবসময় ভালোবেসে বোঝানোর এটা মাথায় রাখুন, জোর করে কিছু চাপাতে গেলে ভুল বোঝাবুঝিতো হবেই। রাজনৈতিক নেতা বা কর্মকর্তাদের ব্যস্ত দিন। আজ নিজের দলে পজিশন ভালো হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal : দিনটি শুভ সম্ভাবনাময়। অপ্রত্যাশিত কোনো ঘটনার দ্বারা ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। ব্যাবসায়ীক ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ সুবিধা লাভের আশা। কাজে কর্মে একটু ব্যস্ততা বৃদ্ধি পাবে। জমে থাকা হাতের কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : প্রেম জীবন আজ মধুর হবে। তবে সন্ধ্যার পর প্রেমিক-প্রেমিকার অল্প তর্ক-বিতর্ক কোথাও ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে। বাণিজ্যে বসতে লক্ষী, আজ ব্যবসায় লাভ। যারা রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত, আজ বড় অর্ডার পেতে পারেন।গাড়ির কাগজপত্র সাবধানে রাখুন। ছাত্র-ছাত্রীর জন্য শুভ দিন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আপনার সন্তানের বিরূপ আচরণ আপনাকে মেজাজ হারাতে পারেন। বাচ্চাদের ভালোবাসুন কিন্তু বেশি উদারতায় ক্ষতি। প্রেমে খামখেয়ালি আচরণের জন্য অশান্তি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে হালকা কলহের যোগ। ব্যবসায় মনের মতন লাভ হবে না। কর্মক্ষেত্রে সফলতা নির্দেশ করছে। ছাত্র-ছাত্রীর শুভ ফল। গৃহবধূদের রান্নার ধকল বাড়তে পারে।
মকর/ Capricorn রাশিফল Rashifal : ভালোবাসায় আজ চমক অপেক্ষা করে আছে। যোগ্য ক্ষেত্রে বিয়ের ভালো সম্বন্ধ আসতে পারে। কর্মক্ষেত্রে আজ শুধুই সাফল্য। রাজনৈতিক ক্ষেত্রে বিরোধীদের হারিয়ে আজ আপনার জয়লাভ। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকবে। সন্তানের লেখাপড়ায় গৃহশিক্ষক নিয়ে চিন্তা দূর হবে। সন্তান নিয়ে গর্ববোধ। ঔষধ ব্যবসা, ডাক্তারি, নার্সিংহোমের ব্যবসায় অতিরিক্ত লাভের যোগ।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : শ্বশুরবাড়ি থেকে আসা কোনও সংবাদ মনকে বিচলিত করতে পারে। টেকনিক্যাল লাইন বা হাতের কাজে সাফল্য নির্দেশ করছে। রাত্রে স্বামী-স্ত্রীর মতভেদ হতে পারে। প্রেম করতে গিয়ে লেখাপড়ায় ক্ষতি। জায়গা-জমির কারবারে কিছু অতিরিক্ত লাভের আশা। গায়ক ও সিনেমার অভিনেতা অভিনেত্রীদের জন্য শুভ দিন।
মীন/ Pisces রাশিফল Rashifal : আজ স্বাস্থ্য অন্যান্য দিনের থেকে একটু ভালোই যাবে। আজ কিন্তু আর্থিক খরচা বা আর্থিক ক্ষতি নির্দেশ করছে। বাচ্চাদের কর্মকাণ্ড আপনাকে আনন্দ দেবে। ঠান্ডা লাগাবেন না। অবিবাহিতদের হঠাৎ ভালো বিয়ের সম্বন্ধ আসতে পারে। সাংবাদিক, ম্যানেজমেন্ট ও উকিলবাবুদের জন্য শুভ দিন। ছাত্র-ছাত্রীদের আরও মনোযোগী হতে হবে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।