Horoscope: আজকের রাশিফল ১৯/২/২০২৫

Published On:

কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৯শে ফেব্রুয়ারি ২০২৫।
মেষঃ নতুন কাজ শুরুর পরিকল্পনা করতে পারেন। সকলের সঙ্গে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন না। ঝুঁকি নেবেন না। দিন ভালো কাটবে। ঋণের টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যুবক-যুবতিরা সাফল্য লাভ করবে। পড়ুয়াদের সমস্যার সমাধান হবে। ব্যবসা ঠিক চলবে।

বৃষঃ সমস্যা দেখা দিতে পারে বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। দুঃচিন্তায় ফেলতে পারে সন্তানদের বিরুপ আচরণ৷ যা পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করতে পারে৷ বেগ পেতে হতে পারে এই পরিস্থিতির মোকাবিলা করতে। এছাড়া পারিবারিক বিবাদ দেখা দিতে পারে৷

মিথুনঃ স্বাস্থ্যের কারণে চিন্তা হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। পারিবারিক দায়িত্ব বেশি থাকবে। সামাজিক মান-সম্মান বৃদ্ধি হবে। ব্যবসা ভালো চলবে। ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা সফল হবে।

কর্কটঃ কর্মক্ষেত্রে আসতে পারে সম্মান বা স্বীকৃতি। তবে সহকর্মীরা হিংসা না করে আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। বিরত থাকতে হতে পারে কর্মস্থল পরির্বতনের চিন্তা থেকে৷

সিংহঃ আপাতত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। অবসাদ বজায় থাকবে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। ব্যস্ত থাকবেন। ঝুঁকি নেবেন না। কোনও অচেনা ব্যক্তির কথায় কান দেবেন না। অনাবশ্যক ব্যয় হবে। কোনও আত্মীয়ের তরফে অপ্রিয় সংবাদ পেতে পারেন।

আরও পড়ুনঃ খড়গপুর মহকুমা হাসপাতালে বড় উদ্যোগ, একাধিক সিদ্ধান্ত জেলা জুড়ে

কন্যাঃ মনে আসতে পারে ছোটোবেলায় চিন্তামুক্ত দিনগুলিতে ফিরে যাওয়ার ইচ্ছা। স্মৃতি রোমন্থনের জন্য ফেলা আসা শহরতলিতে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। আনন্দ দিতে পারে হঠাৎ করে যোগাযোগ হওয়া পুরোনো বন্ধুর সঙ্গ।

তুলাঃ স্বাস্থ্যে ওঠানামা থাকবে। মেজাজ খিটখিটে থাকবে। কারও সঙ্গে বিবাদের কারণে চিন্তিত থাকবেন। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। অনাবশ্যক ব্যয় করবেন না। জীবনসঙ্গীর জন্য উপহার কিনবেন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। দিন ঠিকঠাক কাটবে।

বৃশ্চিকঃ পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে৷ পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বৃহৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাফল্যের সঙ্গে পালন করতে পারবেন সমস্ত কাজ৷ এর ফলে প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষান্বিত হতে পারেন।

ধনুঃ প্রিয়জনের মন জয় করার চেষ্টাই আজকে আপনার প্রধান লক্ষ্য হতে পারে। তবে বাধ সাধবে কোনও অজ্ঞাত কারণ৷ তবে যাই ঘটুক না কেন আনন্দ এনে দিতে পারে সামাজিক অনুষ্ঠান৷ নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হতে পারে৷

মকরঃ ভারসাম্য বজায় থাকবে কাজ এবং ব্যক্তিগত জীবনে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত হবেন। আর্থিক লাভ নির্ধারিত হবে আপনার আলস্যের উপর। তবে বুঝে খরচ করাটাই শ্রেয়।

কুম্ভঃ পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় হতাশা আসতে পারে। সম্মুখীন হতে হবে অপ্রত্যাশিত কিছু জটিল পরিস্থিতির৷ মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়াই সমীচীন৷

মীনঃ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে এবং নতুন সম্পর্ক তৈরি করার জন্য আজকের দিনটি ভালো। বাড়িতে সমাগম হতে পারে আত্মীয়-স্বজনদের৷ ছোটোখাট সামাজিক অনুষ্ঠানের দরুন বাড়িতে তৈরি হতে পারে আনন্দমুখর পরিবেশ৷

বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।