কেমন কাটতে পারে আপনার আজকের দিনটি? পড়ুন আজকের রাশিফল(Horoscope) ১৯শে জানুয়ারি ২০২৫।
মেষঃ গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত আজ নেবেন না৷ প্রেমের সম্পর্কে সমস্যা আসতে পারে৷ বিয়ের কথা পাকা হতে পারে৷ ব্যবসায় লাভ-লোকসানের পরিমাণ সমান থাকবে৷ শিক্ষাক্ষেত্রে মনোযোগের প্রয়োজন৷
বৃষঃ সামাজিক কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। অতিরিক্ত উদাসিনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে।শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে।
মিথুনঃ জীবনে পরিবর্তন আসতে পারে৷ মামলার ফলে সমস্যা হতে পারে৷ স্থান পরিবর্তন হতে পারে আজ৷ বাইরে যাত্রার যোগ রয়েছে৷ সম্পত্তি লাভ হতে পারে আজ৷ ব্যবসায়ীদের বিশেষ শুভ৷ জীবনসঙ্গীর মন বুঝে চলুন৷
কর্কটঃ আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।
সিংহঃ অর্থ অপচয় হতে পারে৷ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজ৷ সন্তানের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন আজ৷ নতুন সম্মত্তি লাভ হতে পারে৷ ধনপ্রাপ্তির যোগ রয়েছে৷ প্রেম বা দাম্পত্য জীবনে সুখ আসবে৷
কন্যাঃ আজ ব্যবসার ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রমে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন। উকিলদের জন্য সামনে শুভ সময়। ব্যবসায় চিন্তা বাড়তে পারে। বাড়িতে অশান্তির আশঙ্কা।
তুলাঃ পরিবারে শান্তি আসবে৷ তীর্থযাত্রায় যেতে পারেন আজ৷ চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে৷ ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়তে পারেন৷ দাম্পত্য কলহ মিটতে পারে আজ৷ নতুন সম্পত্তি ক্রয় করবেন না৷
আরও পড়ুনঃ বজায় থাকবে পরিষেবা, চলবে বিক্ষোভ কর্মসূচি! মেদিনীপুরে সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের
বৃশ্চিকঃ প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। নতুন কোনও কাজের ব্যাপারে চিন্তা ভাবনা হবে। আজ কাজের জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে মতান্তর ঘটতে পারে। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে।
ধনুঃ হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে আজ৷ সম্পত্তি লাভ হতে পারে আজ৷ নতুন কাজ পেতে পারেন আজ৷ তবে ব্যবসায় ক্ষতি মুখ দেখতে হতে পারে৷ দাম্পত্য জীবনে মানিয়ে নিয়ে চলুন৷ পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আজ৷
মকরঃ ব্যবসায় জট থাকলে সেটা আজ বাড়তে পারে। ক্রোধ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
কুম্ভঃ ব্যবসায় সফলতা আসবে৷ দাম্পত্য জীবনে বাধা আসতে পারে৷ বিবাদের মধ্যে জড়াবেন না৷ প্রিয়জনের চির বিচ্ছেদ ঘটতে পারে আজ৷ শিক্ষাক্ষেত্রে অসফলতা আসতে পারে৷ চাকরির ক্ষেত্রে হতাশা আসতে পারে৷
মীনঃ ভাল লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। কোনও কারণে আজ আপনার সম্মানহানি হতে পারে। আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন। সঙ্গীতশিল্পীদের জন্য শুভ সময়। কাজের বদলি হওয়ার সম্ভাবনা আছে।
বিঃদ্রঃ মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। মানুষের ভাগ্য বদলানর বিষয়টি মানুষের নিজের উপর নির্ভর করে, রাশিফলের উপর নয়। তাই আপনার দৈনন্দিন জীবনের জন্য একটি গাইড হিসাবে রাশিফলের উপর আঁকড়ে থাকা নিজের প্রতি ন্যায়সঙ্গত নয়। রাশিফলকে বিশ্বাস-অবিশ্বাস করা আপনার ব্যাপার। এর দায় GNE বাংলার নয়।